গুজরাট জায়ান্টসকে ধরাশায়ী করে ডব্লুপিএল ২০২৪-এর প্লেঅফে পৌঁছে গেল মুম্বাই ইন্ডিয়ান্স

MI vs GG
MI vs GG. (Photo Source: WPL)

ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লুপিএল) ২০২৪-এর ১৬তম ম্যাচে গুজরাট জায়ান্টসকে (জিজি) ৭ উইকেটে হারাল মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে চলতি মরসুমের প্লেঅফে পৌঁছে গেল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট জায়ান্টস। ওপেনার লরা উলভার্ট ৩টি চার সহ ১৪ বলে ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। আরেক ওপেনার বেথ মুনি ৩৫ বলে ৬৬ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৮টি চার এবং ৩টি ছয়। অন্যদিকে, দয়ালন হেমলতা ৪০ বলে ৭৪ রানের একটি অনবদ্য ইনিংস। তাঁর এবং মুনির মধ্যে ১২১ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ওঠে।

এরপর, ভারতী ফুলমালি বাদে গুজরাট জায়ান্টসের আর কোনো ব্যাটার স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে পারেননি। ফুলমালি ১৩ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। ফোবি লিচফিল্ড এবং অ্যাশলে গার্ডনার ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হন। লিচফিল্ড ৪ বলে মাত্র ৩ রান করে আউট হন। অন্যদিকে, গার্ডনার ৩ বলে মাত্র ১ রান করেন। ক্যাথরিন ব্রাইস ৮ বলে ৭ রান করে রান আউট হন। শেষমেশ ২০ ওভারে ৭ উইকেটে ১৯০ রান করে গুজরাট জায়ান্টস। সাইকা ইশাক ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন। হেইলি ম্যাথিউস, শবনিম ইসমাইল, পূজা বস্ত্রকার এবং সজীবন সাজানা ১টি করে উইকেট নেন।

১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স

রান তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্তভাবে করে মুম্বাই ইন্ডিয়ান্স। দুই ওপেনার হেইলি ম্যাথিউস এবং ইয়াস্তিকা ভাটিয়া মিলে ৫০ রানের একটি সুন্দর পার্টনারশিপ করেন। ম্যাথিউস ২১ বলে ১৮ রান করেন। অন্যদিকে, ইয়াস্তিকা ৩৬ বলে ৪৯ রানের একটি সুন্দর ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান। তাঁর ইনিংসে ছিল ৮টি চার এবং ১টি ছয়। ন্যাট সাইভার-ব্রান্ট ৪ বলে মাত্র ২ রান করে আউট হন।

এরপর ক্রিজে ঝড় তোলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তিনি ৪৮ বলে ৯৫ রানের একটি অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি এই ইনিংসে ১০টি চার এবং ৫টি ছয় মারেন। অ্যামেলিয়া কের ১০ বলে অপরাজিত ১২ রান করেন। শেষমেশ ১৯.৫ ওভারে ৩ উইকেটে ১৯১ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –