বলে-ব্যাটে উজ্জ্বল হার্দিক পান্ডিয়া, তবে আগ্রাসী সেঞ্চুরি করে দিনের নায়ক ঋষভ পান্ত

২০১৪-র পর ইংল্যান্ডের মাঠে ওডিআই সিরিজ জয় ভারতের

Rishabh Pant
Rishabh Pant. (Photo Source: Sony Sports)

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের ২৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরুতেই তাদের ওপেনার হারানোর পর আরও বড় ধাক্কা খায় যখন তারা বিরাট কোহলির (১৭) উইকেটও হারিয়েছিল। ভারত প্রথমে শিখর ধাওয়ানের (১) উইকেট হারানোর পর রোহিত শর্মাও (১৭) অল্প রানে আউট হন। দুই ওপেনারের পাশাপাশি কোহলিও বাঁ-হাতি পেসার রিস টপ্লের শিকার হন।

সূর্যকুমার যাদব যখন ১৬ করে ক্রেগ ওভারটনের বলে আউট হন তখন মনে হচ্ছিল আরও একবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে চলেছে ভারত। যদিও তা হতে দিলেন না ঋষভ পান্ত ও হার্দিক পান্ডিয়ার জুটি। দুজনে মিলে ১৩৩ রানের পার্টনারশিপ গড়লেন মাত্র ২১.১ ওভারে। হার্দিক বেন স্টোকসের একটি অসাধারণ ক্যাচের কারণে ৫৫ বলে ৭১ রানে আউট হলেও পান্ত (১১৩ বলে ১২৫*) শেষ অবধি টিকে থেকে শুধু ভারতকে ৫ উইকেটে জয়ই এনে দিলেন না সেইসঙ্গে কেরিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরিটিও করলেন। 

সঙ্গীর অভাবে ভুগলেন জস বাটলার, অন্যদিকে হার্দিক পান্ডিয়ার কেরিয়ারের সেরা ওডিআই বোলিং

দিনের শুরুতে রোহিত শর্মা টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠালে ভারতকে অসাধারণ শুরু এনে দেন মহম্মদ সিরাজ। ইনিংসের দ্বিতীয় ওভারে জনি বেয়ারস্টো ও জো রুটের উইকেট তুলে নিয়ে প্রাথমিক ধাক্কা দেওয়ার কাজটা তিনিই দেন। যদিও দিনের সেরা বোলার হার্দিক পান্ডিয়া। পান্ডিয়া ৭ ওভারে ৪/২৪-এর একটি চাঞ্চল্যকর বোলিং পরিসংখ্যান দিয়ে ইংলিশ ব্যাটিং লাইন-আপের মিডল অর্ডার ধ্বসিয়ে দেন। তাঁর চার শিকার জেসন রয়, বেন স্টোকস, জস বাটলার ও লিয়াম লিভিংস্টোন। এটি হার্দিক পান্ডিয়ার ওয়ানডে কেরিয়ারের সেরা বোলিং পরিসংখ্যান।

ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার লোয়ার মিডল অর্ডার ব্যাটারদের সাথে মূল্যবান অংশীদারিত্ব গড়ে ব্যক্তিগত ৬০ রান করে আউট হন। অল-রাউন্ডার ডেভিড উইলে এবং ক্রেগ ওভারটনের মধ্যে ৪৮ রানের পার্টনারশিপ নিশ্চিত করেছিল যে ইংল্যান্ড ২৫৯ রানের স্কোরে শেষ করে।

ইনিংসের শুরুতে জেসন রয় ৩১ বলে ৪১ রান করে এবং মিডল অর্ডারে মইন আলি ৪৪ বলে ৩৪ রান করে অবদান রাখলেও রুট, বেয়ারস্টো, স্টোকসের মতো অভিজ্ঞরা ব্যর্থ হওয়ায় ইংল্যান্ড বড় রান তুলতে ব্যর্থ হয়। তিনটি ম্যাচেই ইংল্যান্ডের ব্যাটাররা ৫০ ওভার সম্পূর্ণ না খেলেই অল আউট হয়ে গেলেও। আজকের ব্যাটিং তাদেরকে বিশেষভাবে ভাবাবে কারণ আজ ভারতের বোলিং লাইন আপে জসপ্রিত বুমরাহর মতো তারকা পেসারের অভাব ছিল। বুমরাহ্‌ পিঠের চোটের কারণে খেলতে পারেননি।

ইংল্যান্ডকে হারিয়ে ভারত সিরিজ জেতার পর টুইটার যেভাবে প্রতিক্রিয়া দেখালো