ইউপি ওয়ারিয়র্জকে ধরাশায়ী করে ৮ রানে জয় পেল গুজরাট জায়ান্টস

UPW vs GG
UPW vs GG. (Photo Source: Twitter)

ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লুপিএল) ২০২৪-এর ১৮তম ম্যাচে ইউপি ওয়ারিয়র্জকে (ইউপিডব্লু) ৮ রানে হারাল গুজরাট জায়ান্টস (জিজি)। এই মরসুমে এটি ছিল তাদের দ্বিতীয় জয়।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট জায়ান্টস। ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্তভাবে করে জিজি। লরা উলভার্ট ৩০ বলে ৪৩ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৮টি চার এবং ১টি ছয়। আরেক ওপেনার ৫২ বলে অপরাজিত ৭৪ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ১০টি চার এবং ১টি ছয় মারেন। তবে এই দুজন বাদে গুজরাটের আর কোনো ব্যাটার স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে পারেননি। দয়ালান হেমলতা ২ বলে ০ রানে প্যাভিলিয়নে ফিরে যান। ফোবি লিচফিল্ড ৮ বলে ৪ রান করে নিজের উইকেট হারান।

অ্যাশলে গার্ডনার ১০ বলে ১৫ রান করতে সক্ষম হন। ক্যাথরিন ব্রাইস ১১ বলে ১১ রান করে আউট হন। শেষমেশ ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রান করে গুজরাট জায়ান্টস। সোফি একলেস্টোন ৪ ওভারে ৩৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। দীপ্তি শর্মা ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ২টি উইকেট পান। রাজেশ্বরী গায়কওয়াড় এবং চামারি আতাপাত্তু ১টি করে উইকেট পান।

দীপ্তি শর্মার দুর্দান্ত ইনিংস শেষমেশ ইউপি ওয়ারিয়র্জের কোনো কাজে এল না

রান তাড়া করতে নেমে মাত্র ৪ রানের মধ্যেই ৩টি উইকেট হারিয়ে ফেলে ইউপি ওয়ারিয়র্জ। অ্যালিসা হিলি ৩ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। কিরণ নভগিরে এবং চামারি আতাপাত্তু দুজনেই রানের খাতা খুলতে পারেননি। গ্রেস হ্যারিস এবং শ্বেতা সেহরাওয়াতও ব্যাট হাতে ব্যর্থ হন।

তবে দীপ্তি শর্মা লড়াই চালিয়ে যান। তিনি ৬০ বলে ৮৮ রানের একটি অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। তাঁর এই ইনিংসে ছিল ৯টি চার এবং ৪টি ছয়। পুনম খেমনার ৩টি চার এবং ১টি ছয় সহ ৩৬ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ২০ ওভারে ৫ উইকেটে ১৪৪ রানে পৌঁছতে সক্ষম হয় ইউপি ওয়ারিয়র্জ। শবনম শাকিল ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। ক্যাথরিন ব্রাইস এবং অ্যাশলে গার্ডনার ১টি করে উইকেট নেন।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –