রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে ডাম্বুলা অওরাকে পরাজিত করল গল টাইটান্স

Galle Titans
Galle Titans. (Photo Source: Twitter)

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৩-এর দ্বিতীয় ম্যাচে একটি দুর্দান্ত জয় পেল গল টাইটান্স (জিটি)। ডাম্বুলা অওরাকে সুপার ওভারে পরাজিত করল তারা।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ডাম্বুলা অওরার অধিনায়ক কুশল মেন্ডিস। শুরুতেই লাসিথ ক্রুসপুল্লের উইকেট হারায় গল টাইটান্স। তিনি ৫ বলে মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। আরেক ওপেনার শেভন ড্যানিয়েল ২টি চার এবং ২টি ছয় সহ ২৬ বলে ৩৩ রান করতে সক্ষম হন। ভানুক রাজাপক্ষ ৩৪ বলে ৪৮ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৫টি চার এবং ২টি ছয়। টিম সেফার্ট ১৭ বলে ১৪ রান করেন। সাকিব আল হাসান ১টি চার এবং ২টি ছয় সহ ১৪ বলে ২৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।

অধিনায়ক দাসুন শানাকা ২১ বলে অপরাজিত ৪২ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ২টি চার এবং ৪টি ছয় মারেন। লাহিরু সামারাকুন ৪ বলে ৭ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান করে গল টাইটান্স। শাহানওয়াজ দহনি ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। বিনুরা ফার্নান্ডো এবং ধনঞ্জয় দি সিলভা যথাক্রমে ৪ ওভারে ৩২ রান এবং ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১টি করে উইকেট নেন।

সুপার ওভারের ৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় গল টাইটান্স

রান তাড়া করতে নেমে শুরুতেই দুইজন ওপেনারের উইকেট হারায় ডাম্বুলা অওরা। আভিস্কা ফার্নান্ডো এবং অধিনায়ক কুশল মেন্ডিস যথাক্রমে ৪ বলে ১ রান এবং ৩ বলে ১ রান করে আউট হন। এরপর ধনঞ্জয় দি সিলভা এবং কুশল পেরেরা মিলে পরিস্থিতি সামাল দেন। সিলভা ৩১ বলে ৪৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তার ইনিংসে ছিল ৫টি চার এবং ১টি ছয়। পেরেরা ৪টি চার এবং ২টি ছয় সহ ২৫ বলে ৪০ রান করেন। অ্যালেক্স রস ২৮ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। হেডেন কের ১০ বলে ২০ রান করতে সক্ষম হন। ডাম্বুলা অওরা স্কোরবোর্ডে ২০ ওভারে ৭ উইকেটে ১৮০ রান তোলে।

দাসুন শানাকা ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। কাসুন রাজিথা ২টি উইকেট নেন। বিশ্ব ফার্নান্ডো এবং সাকিব আল হাসান ১টি করে উইকেট পান। সুপার ওভারে প্ৰথমে ব্যাটিং করে ১ উইকেটে ৯ রান তুলেছিল ডাম্বুলা অওরা। ভানুকা রাজাপক্ষ ১টি চার এবং ১টি ছয় মেরে গল টাইটান্সকে ম্যাচটি জিতিয়ে দেন। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান দাসুন শানাকা।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –