টুইটার রিঅ্যাকশনঃ ভারতের প্রাক্তন ক্রিকেটাররা প্রশংসায় ভাসালেন পাকিস্তানকে

তবে ভারত নিয়ে এখনই হতাশ হচ্ছেন না প্রাক্তনরা

Babar Azam, Virat Kohli and Mohammad Rizwan. (Photo by Francois Nel/Getty Images)

প্রথমবারের মতো বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় তুলে নিয়ে প্রশংসার জোয়ারে ভাসছে পাকিস্তান। যেহেতু ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় তাই হয়তো তাদের আনন্দের স্বাদ আরো বেশি। নিজেদের দেশ থেকে তো বটেই, এই জয়ের পরে পাকিস্তানের ক্রিকেটারদের জন্য প্রশংস এসেছে সীমান্তয়ারের সাবেক ভারতীয় ক্রিকেটারদের থেকেও।

Advertisement
Advertisement

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ভারত সংগ্রহ করে ৭ উইকেটে ১৫১ রান। প্রথম তিন ওভারের মধ্যেই দুটি উইকেট চলে যাওয়ার পর অধিনায়ক বিরাট কোহলি ইনিংস সামলান। অর্ধশতক হাঁকান কোহলি। ভারতের এই রান তাড়া করতে কোনো উইকেট হারাতে হয়নি পাকিস্তান। বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের অসাধারণ ব্যাটিংয়ে ১০ উইকেটে জিতেছে পাকিস্তান।

দুর্দান্ত এই জয়ের পরে প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বাবর আজম-নেতৃত্বাধীন দলকে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পাকিস্তানকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভারতীয় দলের ওপর নিজেদের আস্থাও প্রকাশ করেছেন সেহওয়াগ-লক্ষ্মণরা।

ভিভিএস লক্ষ্মণ বলেন, “ভারতের বিপক্ষে বিশ্বকাপে পরাজয়ের ধারা রুখে দিয়ে অসাধারণ জয়! পাকিস্তানের জয়ের ভিত শুরুতেই গড়েন শাহীন আফ্রিদি এবং ওপেনাররা আর কিছুই বাকি রাখেননি। বাবর ও রিজওয়ান চমৎকার ব্যাটিং করেছে। বাবর আজম খুবই বিশেষ প্রতিভা।  ভারতের সামনে অনেক কাজ বাকি, তবে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আমাদের আছে।”

পাকিস্তানের প্রশংসায় করে বীরেন্দর সেহওয়াগ বলেন, “পাকিস্তান ভালো খেলেছে। এভাবে জয় সত্যিই সাধারণ। আমি নিশ্চিত ভারতীয় দল আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াবে।”

ইরফান পাঠান জানান হৃদয় ভাঙার কথা, “শেষ অবধি হৃদয় ভেঙেই গেল। আমাদের প্রতিবেশি আজ ভালো খেলেছে। আমি বিশ্বাস করি, ভারত ঘুরে দাঁড়াবে।”

হরভজন স্বীকার করে নেন যে আজ ভারতের দিন ছিল না, “আজকের দিনটি ভারতের ছিল না। আমি নিশ্চিত, তারা নিজেদের এই ভুল থেকে শিখবে এবং ঘুরে দাঁড়াবে। তবে পাকিস্তানের দুর্দান্ত জয়ের জন্য তাদের প্রশংসায় করতেই হবে। আজ তারাই ভালো দল ছিল।”

আকাশ চোপড়া বলেছেন, “অভিনন্দন পাকিস্তান দলকে অলরাউন্ড ক্রিকেট প্রদর্শন করার জন্য। তারা শুধু জেতেইনি, বরঙ একটি দৃঢ় বার্তা দিয়ে গেল যে এই পরিস্থিতিতে বিশ্বকাপ জেতার প্রবল দাবিদার তারা।”

সাবেক ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের ভাষায়, “যারা যোগ্য তাদের কৃতিত্ব দিতেই হবে। পাকিস্তান আজ ভালো খেলেছে। এটি সম্পূর্ণ একটি দলগত প্রচেষ্টা ছিল। ভারত কিছুই হারায়নি, এখনো সময় আছে ভুল থেকে শিক্ষা নেওয়ার এবং ঘুরে দাঁড়ানোর।”