স্পিনারদের মিলিত আক্রমণে থাইল্যান্ড আটকাল ৭৪ রানে, অষ্টমবারের জন্য এশিয়া কাপ ফাইনালে ভারত

৩ উইকেট নিয়ে বোলারদের মধ্যে সেরা দীপ্তি শর্মা

India Women's Team
India Women’s Team. (Photo Source: Twitter)

মহিলাদের এশিয়া কাপ ২০২২-এর প্রথম সেমি-ফাইনালে বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত ও থাইল্যান্ড মুখোমুখি হয়েছিল। গ্রুপ পর্বের ছটি ম্যাচের মধ্যে পাঁচটি জিতে ভারত শীর্ষ দল হিসাবে শেষ চারে গিয়েছিল। অন্যদিকে, থাইল্যান্ড ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশের উপরে থাকায় সেমি-ফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করেছিল। কিন্তু তাদের স্বপ্নের দৌড় থেমে গেল ছয়বারের চ্যাম্পিয়ন ভারতের সামনে। এই নিয়ে অষ্টমবার মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে গেল ভারত।

থাইল্যান্ড টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারতীয় ওপেনার শাফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা দ্রুত গতিতে ইনিংস শুরু করলেও ফান্নিতা মায়া মান্ধানাকে আউট করে পাওয়ারপ্লেতেই থাইল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন। শাফালি দ্রুত রান সংগ্রহ করছিলেন, কিন্তু দশম ওভারে সোর্নারিন টিপ্পোচের কাছে তাঁর উইকেট হারিয়ে ২৮ বলে ৪২ রান করে ড্রেসিং রুমে ফেরেন। 

ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কউর ও জেমাইমা রড্রিগস ৪২ রানের পার্টনারশিপ গড়ে তুললেও রড্রিগস (২৬ বলে ২৭) রানের গতি বাড়াতে পারেননি। ষোড়শ ওভারে টিপ্পোচ্চ আরও একটি উইকেট নিয়ে রিচা ঘোষকে ড্রেসিং রুমে ফেরত পাঠানোয় ডেথ ওভারে ভারত কাঙ্ক্ষিত গতিতে রান তুলতে পারেনি এবং হরমনপ্রীতের ৩৬ রান সত্ত্বেও থাইল্যনাড ভারতকে ১৪৮/৬ রানে সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়।

মন্থর ব্যাটিং থাইল্যান্ডের ব্যাটারদের

থাইল্যান্ডের রান তাড়া একেবারেই পরিকল্পনামাফিক হয়নি এবং দীপ্তি শর্মা পাওয়ারপ্লেতেই দুই ওপেনারকে আউট করেন। প্রথম ছয় ওভারের পরে থাইল্যান্ডের স্কোর ছিল ১৮/২। পাওয়ারপ্লের পরেও থাইল্যান্ড গতি বাড়াতে সক্ষম হয়নি এবং রাজেশ্বরী গায়কওয়াড়, স্নেহ রানাদের স্পিন আক্রমণের সামনে বিপাকে পড়ে। রাধা যাদব বিশেষ ছন্দে ছিলেন না এবং বাউন্ডারি মারার মতো ডেলিভারি করলেও থাই ব্যাটাররা সেই সুযোগ নিতে ব্যর্থ হয়েছেন।

অধিনায়ক নারুয়েমল চাইওয়াই ও নাত্তায়া বুচাথাম পঞ্চম উইকেটে ৪২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন, কিন্তু রানের গতি অত্যন্ত মন্থর হওয়ায় সেই পার্টনারশিপ দলের কোন কাজে আসেনি। শেষের দিকে আবার ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে থাইল্যান্ড এবং শেষ অবধি তাদের ইনিংস শেষ হয় ৭৪/৯ রানে। ৪ ওভারে ১টি মেডেনসহ ৭ রান দিয়ে ৩ উইকেট নেন দীপ্তি। ৪২ রানের পাশাপাশি ২ ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন শাফালি ভার্মা। ১৫ই অক্টোবর ফাইনালে ভারত মুখোমুখি হবে অপর সেমি-ফাইনাল পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচের জয়ীর।

ভারতের জয়ের পর টুইটারে উচ্ছ্বসিত হল সমর্থকরা