রুদ্ধশ্বাস ম্যাচে আরসিবিকে ১ রানে হারিয়ে প্লেঅফে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস

DC vs RCB
DC vs RCB. (Photo Source: X/Twitter)

ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লুপিএল) ২০২৪-এর ১৭তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) ১ রানে হারাল দিল্লি ক্যাপিটালস (ডিসি)। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে দ্বিতীয় দল হিসেবে চলতি মরসুমের প্লেঅফে জায়গা করে নিল মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দল।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। দুই ওপেনার শেফালি বর্মা এবং মেগ ল্যানিং মিলে শুরুটা বেশ ভালোভাবেই করেন। তারা দুজনে মিলে ৫৪ রানের একটি সুন্দর পার্টনারশিপ করেন। শেফালি ১৮ বলে ২৩ রান করে আউট হন। অন্যদিকে, মেগ ল্যানিং ২৬ বলে ২৯ রান করেন। এরপর, জেমিমাহ রড্রিগেস এবং অ্যালিস ক্যাপসির মধ্যে ৯৭ রানের একটি অনবদ্য পার্টনারশিপ গড়ে ওঠে। জেমিমাহ ৩৬ বলে ৫৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৮টি চার এবং ১টি ছয়।

অ্যালিস ক্যাপসি ৮টি চার সহ ৩২ বলে ৪৮ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। জেস জোনাসেন ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি ২ বলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। মারিজান ক্যাপ এবং রাধা যাদব যথাক্রমে ৬ বলে ১২ রান এবং ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ২০ ওভারে ৫ উইকেটে ১৮১ রান করে দিল্লি ক্যাপিটালস। শ্রেয়াঙ্কা পাটিল ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন। আশা শোভনা ১টি উইকেট পান।

শেষ বলে রান আউট হন রিচা ঘোষ

রান তাড়া করতে নেমে শুরুতেই স্মৃতি মান্ধানার উইকেট হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তিনি ৭ বলে ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর সোফি মোলিনাক্স এবং এলিস পেরি মিলে ৮০ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন। মোলিনাক্স ৫টি চার সহ ৩০ বলে ৩৩ রান করে নিজের উইকেট হারান। অন্যদিকে, এলিস পেরি ৩২ বলে ৪৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে রান আউট হন। তাঁর ইনিংসে ছিল ৭টি চার এবং ১টি ছয়।

সোফি ডিভাইন ১টি চার এবং ২টি ছয় সহ ১৬ বলে ২৬ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। জর্জিয়া ওয়্যারহাম ৬ বলে ১২ রান করে আউট হন। শেষে রিচা ঘোষ ২৯ বলে ৫১ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তবে শেষমেশ আরসিবি অনেক কাছে গিয়েও ম্যাচটি হেরে যায়।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –