ভারতকে পরপর দুটি ম্যাচে পরাজিত করে ওডিআই সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া

Australia. (Image Source: BCCI)

ভারতকে তৃতীয় ম্যাচে পরাজিত করে ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের নেতৃত্বাধীন দলের কাছে ২১ রানে হারল রোহিত বাহিনী।

Advertisement
Advertisement

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দুই ওপেনার ট্রাভিস হেড এবং মিচেল মার্শ যথাক্রমে ৩১ বলে ৩৩ রান এবং ৪৭ বলে ৪৭ রান করেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক ০ রানে আউট হন। ডেভিড ওয়ার্নার ৩১ বলে ২৩ রান করে কুলদীপ যাদবের শিকার হন।

মার্নাস ল্যাবুসেন এবং অ্যালেক্স কেরি যথাক্রমে ৪৫ বলে ২৮ রান এবং ৪৬ বলে ৩৮ রান করেন। মার্কাস স্টয়নিস ২৬ বলে ২৫ রান করে অক্ষর প্যাটেলের বলে আউট হন। অ্যাবট এবং অ্যাগার যথাক্রমে ২৩ বলে ২৬ রান এবং ২১ বলে ১৭ রান করেন। হার্দিক পান্ডিয়া ৮ ওভারে ৪৪ রান দিয়ে ৩ উইকেট নেন। কুলদীপ যাদব ১০ ওভারে ৫৬ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন। মোহাম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেল যথাক্রমে ৭ ওভারে ৩৭ রান এবং ৮ ওভারে ৫৭ রানে ২টি করে উইকেট নেন। অস্ট্রেলিয়া ৪৯ ওভারে ১০ উইকেটে ২৬৯ রান করে।

জাম্পার দুর্দান্ত বোলিংয়ের হাত ধরে তৃতীয় একদিনের ম্যাচে জয় পেল অস্ট্রেলিয়া

রান তাড়া করতে নেমে বেশ সুন্দর শুরু করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু তিনি বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। রোহিত ১৭ বলে ৩০ রান করে আউট হন। শুভমন গিল ৪৯ বলে ৩৭ রান করে জাম্পার বলে আউট হন। বিরাট কোহলি ৭২ বলে ৫৪ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। কেএল রাহুল ৫০ বলে ৩২ রান করেন।সূর্যকুমার যাদব এই ম্যাচেও কোনো রান বানাতে পারেননি। তিনি অ্যাগারের বলে বোল্ড হন।

হার্দিক ভালো ব্যাটিং করছিলেন। কিন্তু শেষমেশ তিনি ৪০ বলে ৪০ রান করে জাম্পার শিকার হন। রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে তেমন রান বানাতে পারেননি। তিনি ৩৩ বলে ১৮ রান করে আউট হন। ৪৯.১ ওভারে ২৪৮ রানে ভারতের ইনিংস শেষ হয়ে যায়। এই ম্যাচে অসাধারণ বোলিং প্রদর্শন করে ম্যাচসেরার পুরস্কার পান অ্যাডাম জাম্পা। তিনি ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৪ উইকেট নেন। আগার ১০ ওভারে ৪১ রান দিয়ে ২টি উইকেট নেন। মার্কাস স্টয়নিস এবং শন অ্যাবট ১টি করে উইকেট পান।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজের প্রতিক্রিয়া দেখিয়েছেন-