অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হল ভারত

Travis Head and Mitchell Marsh
Travis Head and Mitchell Marsh. (Photo Source: (NOAH SEELAM/AFP via Getty Images)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে খুবই বাজেভাবে পরাজিত হল ভারতীয় দল। ট্রাভিস হেড এবং মিচেল মার্শের হাত ধরে ১০ উইকেটে এই ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে শুরুতেই শুভমন গিলের উইকেট হারায় ভারতীয় দল। তিনি ২ বলে ০ রানে মিচেল স্টার্কের বলে আউট হয়ে প্যাভিলিয়ন ফিরে যান। অধিনায়ক রোহিত শর্মা ১৫ বলে মাত্র ১৩ রান করে আউট হয়ে যান। এই ম্যাচে বিরাট কোহলি হলেন ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান। তিনি ৩৫ বলে ৩১ রান করে নাথান এলিসের বলে আউট হন।

প্ৰথম ম্যাচের মতো এই ম্যাচেও নিজের রানের খাতা খুলতে পারেননি সূর্যকুমার যাদব। তিনি নিজের প্ৰথম বলেই মিচেল স্টার্কের শিকার হন। আগের ম্যাচে ৩৯ রানে ৪ উইকেট হারানোর পর ভারতীয় দলের ব্যাটিংকে সামলে ছিলেন কেএল রাহুল। কিন্তু এই ম্যাচে তিনিও ব্যর্থ হন। রাহুল ১২ বলে মাত্র ৯ রান করে আউট হন। হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজাও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। হার্দিক এবং জাদেজা যথাক্রমে ৩ বলে ১ এবং ৩৯ বলে ১৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।

অক্ষর প্যাটেল ২৯ বলে ২৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। কুলদীপ ১৭ বলে ৪ রান করে অ্যাবটের শিকার হন। মোহাম্মদ শামি এবং মোহাম্মদ সিরাজ দুজনেই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান। এই ম্যাচে ভারতের ব্যাটিং লাইন আপকে ভাঙার পেছনে সবথেকে বড় অবদান ছিল মিচেল স্টার্কের। তিনি ৮ ওভারে ৫৩ রান দিয়ে ৫টি উইকেট নেন। শন অ্যাবট ৬ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন। নাথান এলিস ৫ ওভারে ১৩ রান দিয়ে ২টি উইকেট নেন। ২৬ ওভারে ১১৭ রানে ভারতের ইনিংস শেষ হয়ে যায়।

ওপেনিং জুটির হাত ধরে ১০ উইকেটে দ্বিতীয় একদিনের ম্যাচটি জিতে নিল অস্ট্রেলিয়া

রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ১১ রান প্রতি ওভার রান রেটের সাথে ১১ ওভারে ১২১ রান করে ১০ উইকেটে এই ম্যাচটি জিতে নেয়। অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড এবং মিচেল মার্শ যথাক্রমে ৩০ বলে অপরাজিত ৫১ রান এবং ৩৬ বলে অপরাজিত ৬৬ রান করেন। এই ম্যাচে দুর্দান্ত বোলিং প্রদর্শন করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মিচেল স্টার্ক।

এই সিরিজের তৃতীয় এবং শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। সেই ম্যাচেই জানা যাবে যে শেষমেশ এই সিরিজে কোন দল বাজি মারবে।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন-