মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ডব্লুপিএল ২০২৪-এর প্লেঅফে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

Ellyse Perry and Richa Ghosh. (Photo Source: Twitter)

ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লুপিএল) ২০২৪-এর ১৯তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে (এমআই) ৭ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে প্লেঅফে খেলার যোগ্যতা অর্জন করে নিল স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন দল।

Advertisement
Advertisement

এই ম্যাচে টসে জিতে প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্ৰথমে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোভাবে করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। হেইলি ম্যাথিউস এবং সজীবন সাজানা মিলে ৪৩ রানের একটি সুন্দর পার্টনারশিপ করেন। এরপর এমআই একের পর এক উইকেট হারাতে থাকে। এলিস পেরির দুর্দান্ত স্পেলের দাপটে মুম্বাইয়ের ব্যাটাররা ধরাশায়ী হয়। হেইলি ম্যাথিউস ২টি চার এবং ২টি ছয় সহ ২৩ বলে ২৬ রান করেন। সজীবন সাজানা ২১ বলে ৩০ রান করেন। ন্যাট সাইভার-ব্রান্ট ১৫ বলে ১০ রান করতে সক্ষম হন। হরমনপ্রীত কৌর এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। অ্যামেলিয়া কের ৫ বলে মাত্র ২ রান করে নিজের উইকেট হারান।

আমনজোত কৌর এবং পূজা বস্ত্রকার যথাক্রমে ২ বলে ৪ রান এবং ১০ বলে ৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। প্রিয়াঙ্কা বালা ১৮ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ১৯ ওভারে ১১৩ রানে অলআউট হয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। এলিস পেরি ৪ ওভারে মাত্র ১৫ রান দেন এবং তার বিনিময়ে ৬টি উইকেট তুলে নেন। সোফি মোলিনাক্স, আশা শোভনা, সোফি ডিভাইন এবং শ্রেয়াঙ্কা পাটিল যথাক্রমে ৪ ওভারে ২৬ রান, ২ ওভারে ১২ রান, ৩ ওভারে ২১ রান এবং ১ ওভারে ৩ রান দিয়ে ১টি করে উইকেট শিকার করেন।

৫ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রান তাড়া করতে নেমে ৩৯ রানের মধ্যে ৩টি উইকেট হারিয়ে ফেলেছিল আরসিবি। স্মৃতি মান্ধানা ১৩ বলে ১১ রান করে নিজের উইকেট হারান। আরেক ওপেনার সোফি মোলিনাক্স ৯ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। সোফি ডিভাইন ২ বলে ৪ রান করে আউট হন।

এরপর এলিস পেরি এবং রিচা ঘোষ মিলে ৭৬ রানের একটি সুন্দর পার্টনারশিপ করেন এবং আরসিবিকে ম্যাচটি জিতিয়ে দেন। পেরি ৩৮ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। রিচা ঘোষ ২৮ বলে অপরাজিত ৩৬ রান করেন।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –