রেণুকা, মান্ধানাদের দাপটে বিনা লড়াইয়ে আত্মসমর্পণ শ্রীলঙ্কার, সপ্তমবারের জন্য এশিয়াসেরা ভারত

৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা রেণুকা

Indian Women Team
Indian Women Team. (Photo Source: Twitter)

শনিবার, ১৫ অক্টোবর, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মহিলাদের এশিয়া কাপের অষ্টম সংস্করণে শ্রীলঙ্কাকে একতরফা ম্যাচে হারিয়েছে ভারত। উইমেন ইন ব্লু ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছিল জন্য এবং আট উইকেটে ব্যাপক জয়ের মাধ্যমে তারা সপ্তমবারের জন্য মহাদেশীয় শিরোপা জিতল। টস হেরে বোলিং করতে নেমে রেণুকা সিং, রাজেশ্বরী গায়কওয়াড়, স্নেহ রানারা ধারাবাহিকভাবে উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে মাত্র ৬৫ রানে আটকে রাখেন।

একটি মাঝারি স্কোর তাড়া করতে নেমে ভারত একটি বিস্ফোরক সূচনা করেছিল, মূলত স্মৃতি মান্ধানার স্ট্রোকপ্লের কারণে। বোলারদের জন্য সহায়ক পিচে মান্ধানা বিপক্ষর কোন বোলারকেই রেয়াত করেননি। তাঁর ওপেনিং সঙ্গী শাফালি ভার্মা ও টুর্নামেন্টের শীর্ষস্থানীয় রান-স্কোরার জেমাইমা রড্রিগস আউট হয়ে গেলেও তিনি আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান।

মান্ধানার ইনিংসে কিছু চোখ ধাঁধানো স্ট্রোক ছিল এবং তাঁর আগ্রাসনের কারণেই ১১.৩ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। চারে নামা অধিনায়ক হরমনপ্রীত বিশেষ আক্রমণাত্মক শট না খেললেও বাঁ-হাতি ব্যাটারের ইনিংসে ছিল ছটি চার ও তিনটি ছক্কা। ভারতের জয়ের জন্য যখন এক রান বাকি তখন একটি বিশাল ছয় হাঁকিয়ে ২৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে ম্যাচ শেষ করেন তিনি। শ্রীলঙ্কার স্পিনারদের থেকে লড়াই প্রত্যাশিত থাকলেও ইনোকা রাণাউইরা ছাড়া কেউই বিশেষ ছাপ ফেলতে পারেননি।

রেণুকা ঠাকুরের ধাক্কায় বেসামাল শ্রীলঙ্কার ইনিংস

শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আথাপাত্থু টস জিতে ব্যাটিং করতে নামার পরে ইনিংসের শুরু দেখে মনে হয়নি তারা এমন তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তবে অধিনায়ক একটি ভুল বোঝাবুঝির ফলে রান আউট হওয়ার পরে শ্রীলঙ্কার ইনিংস লাইনচ্যুত হয়ে যায়।

ভারতের পাওয়ারপ্লে বিশেষজ্ঞ বোলার রেণুকা সিং তাঁর দ্বিতীয় ওভারে দুটি উইকেট নেন এবং একটি রান আউটের দলে দলীয় হ্যাট-ট্রিক হয়। চতুর্থ ওভারে ৯ রানের মধ্যে চার উইকেট হারানোর পরে শ্রীলঙ্কার পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। রেণুকা তাঁর তৃতীয় ওভারে আরও একটি উইকেট নেন এবং শ্রীলঙ্কা তাদের অর্ধেক ব্যাটার হারায় মাত্র ১৬ রানের মধ্যে।

পাওয়ারপ্লের পরে শ্রীলঙ্কা পার্টনারশিপ গড়ার চেষ্টা করলেও কোন ব্যাটারই দীর্ঘক্ষণ ক্রিজে তাহকতে পারেননি। ওশাদি রাণাসিংহে ও ইনোকা রাণাউইরা ছাড়া কেউই দুই অঙ্কের রানেও পৌঁছতে পারেননি। শেষের দিকে ভারত বিশেষজ্ঞ বোলারদের না এনে পার্ট-টাইম স্পিনার দায়ালান হেমলথা ও শাফালি ভার্মাকে দিয়ে বোলিং করানোয় কিছু রান করতে সক্ষম হয়েছিলেন রাণাউইরা, রাণাসিংহেরা। তবে ৬৬ রানের লক্ষ্য ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য যথেষ্ট ছিল না।