শেফালী বর্মার দুর্ধর্ষ পারফরম্যান্সে বাংলাদেশকে হারিয়ে জয়ের সরণীতে ফিরল ভারত

INDIA WOMENS TEAM
INDIA WOMENS TEAM. ( Image Source: twitter/bcci )

স্মৃতি মন্ধনা এবং শেফালী বর্মার দুর্ধর্ষ ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশের বিরুদ্ধেই ঘুরে দাঁড়াল ভারত। শুক্রবারই পাকিস্তানের বিরুদ্ধেহেরে গিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। তবে পরের ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাড়ালেন হরমনপ্রীত কৌররা। শেফালী বর্মা এবং স্মৃতি মন্ধনার দুর্ধর্ষ ব্যাটিংয়ে ভর করে বিরাট রানে ম্যাচ জিতে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ৫৯ রানে বাংলাদেশকে হারালেন হরমনপ্রপীত কৌররা। আর তাতেই পরবর্তী পর্বে পৌঁছনোর রাস্তাটা অনেকটাই প্রশস্ত হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের।

কমনওয়েলথ গেমসের ফাইনালে উঠেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় মহিলা ক্রিকেট দল। ফাইনালে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। একইরকমভাবে বিশ্বকাপেও সেমিফাইনালেই থেমে গিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এবার বাংলাদেশে বসেছে মহিলাদের এশিয়া কাপের আসর। সেখানেই জয়ের লক্ষ্যে রয়েছে ভারতীয় দল। বাংলাদেশকে হারিয়ে সেই পথেই খানিকটা এগোল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বাংলাদেশকে ৫৯ রানে হারাল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন শেফালী বর্মা

গতকাল পাকিস্তানের কাছে হারের পরই দলের মিডল অর্ডার ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। দলের তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার দামই যে তাদের দিতে হয়েছে সেই কথাই শোনা গিয়েছিল হরমনপ্রীত কৌরের মুখে। সেইসঙ্গে দলের মিডল অর্ডার ব্যাটিং নিয়েও মুখ খুলতে বাধ্য হয়েছিলেন হরমনপ্রীত কৌর। এদিন আর হরমনপ্রীত কৌরকে হতাশ করেনি ভারতীয় দলের ক্রিকেটাররা।

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক। শুরুথেকেই এদিন দুর্ধর্ষ ফর্মে ছিলেন শেফালী বর্মা। সেইসহ্গে স্মৃতি মন্ধনা। ওপেনিং পার্টনারশিপেই এদিন ভারতীয় দল ৯৬ রান করে ফেলে। সেখানেই ৪৪ বলে ৫৫ রানের ইনিংস খেলেন শেফালী বর্মা। সেইসঙ্গে স্মৃতি মন্ধনা করেন ৪৭ রান। রান আউট না হলে এদিন তিনিও অর্ধশতরান করে ফেলতে পারতেন। মাত্র ৩ রানের জন্যই অর্ধশতরান হাতছাড়া হয়েছিল তাদের।

৫ উইকেটে ১৫৯ রান করেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বল হাতে এদিন ভারতীয় বোলাররাও চিলেন দুর্ধর্ষ ফর্মে। ব্যাটের পর শেফালী বর্মা বল হাতেও ছিলেল অস্ধারণ ফর্মে। একাই তুলে নিয়েছিলেন ২ উইকেট। সেইসঙ্গে দীপ্তি শর্মাও মাত্র ১৩ রান দিয়ে একাই তুলে নেন ২ উইকেট। ১০০ রানেই থেমে যেতে হয় বাংলাদেশ ক্রিকেট দলের। তাসের ঘরের মতোই এদিন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ভেঙেপডে়ছিল।