বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সাব্বিনেনি মেঘনার ৬৯ রানের সৌজন্যে ৩০ রানে জয় ভারতের

১৮২ তাড়া করতে নেমে মালয়েশিয়া ডিএলএস পদ্ধতি অনুযায়ী ৩০ রানে পিছিয়েছিল

Sabbineni Meghana. (Photo Source: Twitter)

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করার পর, ৩রা সেপ্টেম্বর (সোমবার) সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়ামে খেলা একটি বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে মালয়েশিয়া মহিলাকে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। মহিলাদের এশিয়া কাপ ২০২২-এ তাদের সফল অভিযান অব্যাহত রেখেছে হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন দল।

Advertisement
Advertisement

মালয়েশিয়া টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় ওপেনার সাব্বিনেনি মেঘনা ও শাফালি ভার্মা ১১৬ রানের ওপেনিং জুটি গড়ে উইমেন ইন ব্লুকে একটি নিখুঁত সূচনা দিয়েছিলেন। ম্যাচের সেরা মেঘনা ৫৩ বলে ৬৯ রানের নক ইনিংস খেলে আউট হন। অন্যদিকে, শাফালি আগ্রাসীভাবে খেলতে ব্যর্থ হয়েছিলেন এবং ৩৯ বলে ৪৬ করে ড্রেসিং রুমে ফেরেন। দুই ওপেনারের পতনের পর ব্যাটিং দল নিয়মিত বিরতিতে উইকেট হারায়।

কিরণ নাভগিরে প্রথম বলেই আউট হন। রাধা যাদব দুটি বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরু করলেও ৮ রান করে লং অনের হাতের ক্যাচ দেন। উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ মাত্র ১৯ বলে ৩৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন যার মধ্যে পাঁচটি চার এবং একটি ছয় ছিল। দয়ালান হেমলথা শেষ ওভারে বড় শট খেলে টিম ইন্ডিয়াকে ২০ ওভারে ১৮১ রানে পৌঁছতে সাহায্য করেন। মালয়েশিয়ার হয়ে অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিঙ্গাম ও নুর দানিয়া সিউহাদা দুটি করে উইকেট নেন।

ব্যাট হাতে মন্থর শুরু মালয়েশিয়ার ওপেনারদের

১৮২ রানের লক্ষ্য মালয়েশিয়ার মতো তুলনামূলক দুর্বল দলের জন্য খুবই অতিকায় ছিল এবং তাদের ওপেনারদের ধীর গতির ব্যাটিং দলের জন্য কাজটিকে আরও কঠিন করে তোলে। সিনিয়র স্পিনার দীপ্তি শর্মা প্রথম ওভারেই দুরাইসিঙ্গামকে আউট করেন। ৪ বলে ডাকে এলবিডাব্লিউ হন দুরাইসিঙ্গাম। অন্য ওপেনার উইকেটকিপার-ব্যাটার ওয়ান জুলিয়া রাজেশ্বরী গায়কওয়াডের ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে মাত্র এক রান করেন।

ব্যাটিং দল ৫.২ ওভারে যখন ১৬/২, তখন বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। মাস এলিসা (১৪ রান) এবং এলসা হান্টার (১ রান) অপরাজিত ছিলেন। এক ঘণ্টারও বেশী সময় পার হওয়ার পরেও ম্যাচ শুরু না হওয়ায় আম্পায়াররা ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেন। সেই সময় ডাকওয়ার্থ-লিউইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতি অনুসারে ভারতীয় দল ৩০ রানে এগিয়ে ছিল। 

ভারতের উপর্যুপরি দ্বিতীয় জয়ের পরে টুইটার যেভাবে প্রতিক্রিয়া দেখালো