রোহিত-শুভমন গিলের হাত ধরে বড় লিডের পথে ভারত

Rohit Sharma & Shubman Gill
Rohit Sharma & Shubman Gill . ( Image Source: Getty Images )

ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে রানের পাহাড়ে ভারত। সেইসঙ্গে বড় রানের লিডও নিল টিম ইন্ডিয়া। প্রথম দিন বোলারদের দাপট দেখেছিল ব্রিটিশ বাহিনী। শুক্রবার ধরমশালায় দেখা গেল ভারতীয় ব্যাটারদের দাপট। রোহিত শর্মা এবং শুভমন গিলের জোড়া সেঞ্চুরীতে ভর করে কার্যত বড় রানের পথে টিম ইন্ডিয়া। সবকিছু ঠিকঠাক চললে ধরমশালাতেও ম্যাচের ফলাফল যে ভারতের পক্ষেই আসতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় দিনের শেষে ভারতীয় দলের রান ৮ উইকেটে ৪৭৩।  লিড রয়েছে ২৫৫ রানের। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

প্রথম দিন ভারতের বোলারদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেননি ব্রিটিশ ব্যাটাররা. সেখানে মাত্র ২১৮ রানেই শেষ হয়ে গিয়েছিল ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। সেই জায়গা থেকে ভারতীয় দল শুরুটা বেশ ভালভাবেই করেছিল। যশস্বী জয়সওয়ালের অর্ধশতরানের হাত ধরে শুরু টা বেশ ভালভাবেই করেছিল টিম ইন্ডিয়া। যদিও শেষপর্যন্ত অর্ধশতরানেই থামতে হয়েছিল যশস্বী জয়সওয়ালকে। সেই জায়গা থেকেই ম্যৈচের হাল ধরেছিলেন রোহিত শর্মা এবং শুভমন গিল। প্রথম দিন যখন শেষ হয়েছিল দুপই তারকা ক্রিকেটারই অর্ধশতরানে পৌঁছে গিয়েছিল।

চলতি সিরিজে দ্বিতীয় সেঞ্চুরী পেলেন রোহিত শর্মা এবং শুভমন গিল

দ্বিতীয় দিন সেই জায়গা থেকে শুরু করে লড়াইটা ভালভাবেই চালিয়ে যাচ্ছিলেন এই দুই তারকা ক্রিকেটার। লাঞ্চ বিরতির আগেই সেঞ্চুরী পেয়েছিলেন রোহিত শর্মা এবং শুভমন গিল। আর তাদের হাত ধরেই ইংল্যান্ডের রান টপকে ভারত তখন বড় রানের পথে এগিয়ে চলেছে। সেইসঙ্গে বড় লিডের প্রত্যাশাও সকলের চোখে মুখে। যদিও লাঞ্চের খেলা শুরু হতে বেশীক্ষণ রোহিত শর্মা থাকতে পারেননি। তিন ১০৩ রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন।

কিছুক্ষণের মধ্যেই ১১০ রানের ইনিংস খেলে থেমেছিলেন শুভমন গিলো। তবে ভারতের বড় রানের রাস্তাটা কার্যত সেই সময় প্রস্তুত হয়ে গিয়েছিল। যদিও শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত যে দ্বিতীয় দিনের শেষেও অনেকটাই ফ্রন্টফুটে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচেও অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন সরফরাজ খান। এই ম্যাচেই অভিষেক হয়েছে ভারতীয় দলের আরেক ক্রিকেটার দেবদূত পাড়িক্কলের।

কেরিয়ারের প্রথম টেস্ট ম্যাচেই ৬৫ রানের ইনিংস খেলেছেন দেবদূত পাড়িক্কল। সেইসঙ্গেই ভারতীয় দলের রান দিনের শেষে ৪০০ রানের গন্ডীও টপকে গিয়েছে। একইসঙ্গে ভারতের লিডও এখন ২৫৫ রানের। তৃতীয় দিন ভারত ৩০০ রানের লিড নিতে পারে কিনা সেটাই এখন দেখার।