ওমেন্স প্রিমিয়ার লিগে অবাছাই ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ দামে দল পেলেন কাশভি গৌতম

Kashvee Gautam
Kashvee Gautam. ( Photo Source: Twitter )

ওমেন্স প্রিমিয়ার লিগের মঞ্চে এসেই ইতিহাস তৈরি করলেন কাশভি গৌতম। অবাছাই ক্রিকেটার হিসাবে ওমেন্স প্রিমিয়ার লিগের নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হলেন কাশভি গৌতম।  এদিন ২ কোটি টাকায় ২০ বর্ষীয় অল রাউন্ডার কাশভি গৌতমকে দলে তুলে নিয়ে কার্যত সকলকে চমকে দিল গুজরাত জায়ান্টস। আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে কার্যত হৈচৈ পড়ে গিয়েছে। অবাছাই ক্রিকেটার হিসাবে এবারের ওমেন্স প্রিমিয়ার লিগের নিলামে এসেছিলেন তিনি। সেখানেই এখনও পর্যন্ত সর্বোচ্চ দামে দল পেলন ২০ বর্ষীয় এই ভারতীয় অল রাউন্ডার।

ওমেন্স প্রিমিয়ার লিগের নিবাম ঘিরে এবার সুরু থেকেই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। সেখানেই সবার প্রথম ২ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে গিয়েছিলেন অ্যানাবেল সাদারল্যান্ড। এরপরই সকলকে কার্যত চমকে দিয়েছেন এই তরুণ ক্রিকেটার। এখনও পর্যন্ত এবারের ওমেন্স প্রিমিয়ার লিগে যুগ্ম সর্বোচ্চ দামী ক্রিকেটারের তকমাও রয়েছে এই তরুণ ক্রিকেটারের গায়ে। এখন সুধুই মাঠে নেমে নিজের সেরা পারফরম্যান্স তিনি দেখাতে পারেন কিনা তা তো সময়ই বলবে।

ডব্লুপিএলের নিলামে কাশভি গৌতমের ন্যূনতম মূল্য ছিল ১০ লক্ষ টাকা

এদিন কাশভি গৌতমের নাম নিবামে ওঠার পর থেকেই তাঁকে লড়াইটা শুরু হয়ে গিয়েছিল। যদিও শেষপর্যন্ত সেখানে বাজিমাত করেছে গুজরাত জায়ান্টস।  ২০ বর্ষীয় এই অবাছাই ক্রিকেটারকে ২ কোটি টাকায় দলে তুলে নিয়েছে তারা। এবারের এসিসি ইমার্জিং ক্রিকেট প্রতিযোগিতা থেকেই ভারতীয় দলের জার্সিতে সকলের নজর কেড়েছিলেন এই তরুণ ক্রিকেটার। সেখানেই হংকংয়ের বিরুদ্ধে ভারতীয় দলের জয়ের প্রধান কারিগড় ছিলেন তিনি। শুধুমাত্র তাই নয়, ঘরোয়া ক্রিকেটেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণী ক্রিকেটার।

এখানে দেখুনঃ  WPL Auction Live Updates

এবারের ঘরোয়া ক্রিকেটে মহিলাদের অনুর্ধ্ব-১৯ প্রতিযোগিতায়  চন্ডীগড়ের হয়ে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর ঝুলিতে এসেছিল হ্যাটট্রিক। কঠিন পরিস্থিতিতে তাঁর সেই পারফরম্যান্স সকলের নজর কেড়েছিল। এরপর থেকেই ভারতীয় মহিলা ক্রিকেটের মঞ্চে কাশভি গৌতমকে নিয়ে চর্চা তুঙ্গে রয়েছে।

একইসঙ্গে ঘরোয়া ক্রিকেটে মহিলাদের সিনিয়র টি টোয়েন্টি ট্রফিতেও নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। সেখানেই তাঁর ঝুলিতে এসেছিল ১২টি উইকেট। মাত্র ৭ ম্যাচ খেলেই সেই রেকর্ড গড়েছিলেন তিনি। সেই থেকেই তাঁকে নিয়ে নানান হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছিল। এদিনের নিলামে তাঁর ন্যূনতম মূল্য ছিল ১০ লক্ষ। সেখান থেকেউ সকলকে চমকে দিয়ে ২ কোটি টাকায় গুজরাত জায়ান্টসে জায়গা পাক করে ফেললেন এই ২০ বর্ষীয় তরুনী।