স্নেহ রানার দুর্ধর্ষ বোলিংয়ে তাইল্যান্ডকে হেলায় হারিয়ে সেমিফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল

Indi Womens Team
Indi Womens Team. ( Image Source: twitter/bcci )

মহিলা এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছনোর রাস্তাটা আগেই প্রশস্ত করে ফেলেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই জায়গাটা পাকা করতে হলে তাইল্যান্ডের বিরুদ্ধে জয়টাই ছিল সবচেয়ে  গুরুত্বপূর্ণ কাজ। স্নেহ পানা, দীপ্তি শর্মাদের হাত ধরে সেটাই করেদেখাল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এশিয়া কাপের মঞ্চে তাইল্যান্ডকে যেমন সবচেয়ে কম রানে তারা শেষ করে দিল, সেই ম্যাচেই ৯ উইকেটে জয়ও তুলে নিল ভারতীয়মহিলা ক্রিকেট দল। মাত্র ৯ রান দিয়ে৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন স্নেহ রানা।

গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বড় জয় পাও.য়ার পরই ভারতীয় দলের সেমিফাইনালে পৌঁছনোর রাস্তাটা প্রশস্ত হয়ে গিয়েছিল। প্রথম চারে জায়গা পাকা করে নিতে ভারতীয় দলের এতকমাত্র বাধা ছিল তখন তাইল্যান্ড। এবারের এশিয়া কাপে তাইল্যান্ড এখনও পর্যন্ত একটিও ম্যাচে জিততে পারেনি। ধারেভারে ভারত যে এগিয়ে নেমেছিল তা বার অপেক্ষা রাখে না। সেই মতোই খেলার ফলাফলও হল। তাইল্যান্ডকে ৩৭ রানে শেষ করে দিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

৯ দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন স্নেহ রানা

টস জিতে এদিন ভারতীয় দল মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। তাইল্যান্ডকে তাড়াতাড়ি  শেষ করে দেওয়ার লক্ষ্যই এদিন ছিল তাঁর। ।দিও সেই কাজটা করতে খুব একটা বেশী বেগ পেতে হয়ন ভারতীয়দলের বোলারদের। স্নেহ রানা, দীপ্তি শর্মা এবং রাজেস্বরী গায়কোয়াড়ারা সেই কাজটা একেবারে নিখুঁতভাবেই করেন। মাত্র ৯ রান দিয়ে একাই স্নেহ রানা তাইল্যান্ডের সেরা তিন উইকেট তুলে নেন এদিন। সেইসঙ্গে দীপ্তি শর্মারাও ছিলেন দুর্ধর্ষ ফর্মে।

তাইল্যান্ডের ব্যাটাররা এদিন ভারতীয় বোলারদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেনি। মাত্র ৩৭ রানেই শেষহয়ে যায় তাইল্যান্ড ব্যাটিং লাইনআপ। এবারের এশিয়া কাপে এটাই সর্বোনিম্ন স্কোর। সামিফাইনালের লক্ষ্য পাকা করতে সেই সময় ভারতের সামনে লক্ষ্যমাত্র ৩৮ রান। যদিও সেই রান করতে খুব একটা অসুবিধা হয়নি ভারতীয় মহিলা দলের। মাত্র ৬ ওভারেই সেই রান করে দিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।

এবারের এশিয়া কাপে এখনও পর্যন্ত এটাই ভারতের সবচেয়ে বড় জয়। শুধু তাই নয় টি টোয়েন্টিতেও সবেচেয় বেশী বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ৮৪ বল বাকি থাকতেই তাইল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর তাতেই আপ্লুত সকলে।