পেলের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব, শেষ শ্রদ্ধা জানালেন ক্রিকেটাররাও

PELE. ( Image Courtsey: Twitter )

বৃহস্পতিবার ভারতীয় সময় মাঝরাত, গোটা বিশ্বকে বিদায় জানিয়েছেন ফুটবলের সম্রাট পেলে। দীর্ঘদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কোলন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ফুটবলের সম্রাট। ক্রমশই  শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল তাঁর। অবশেষে বৃহস্পতিভার ভারতীয় সময় মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আর পেলেন প্রয়ানে সমগ্র ক্রীড়া বিশ্বে শোকের ছায়া। ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ফুটবলের সম্রাট। ফুটবলারতো রয়েছেনই, পেলেকে শেষ শ্রদ্ধার্ঘ জানালেন ক্রিকেটাররাও। সোশ্যাল মিডিয়া জুড়ে এদিন শুধুই পেলে বন্দনা।

Advertisement
Advertisement

বিশ্ব ফুটবলে পেলের অধরা কোনওকিছুই নেই। ১৫ বছর বয়সে ফুটবলের মঞ্চে আবির্ভাব হয়েছিল পেলের। সেই থেকেই শুরু। সময় যত এগিয়েছে ততই গোটা বিশ্বে নিজেকে ছড়িয়ে দিয়েছেন পেলে। তাঁর পায়ের জাদুতে আপ্লুত হয়েছে গোটা বিশ্ব। তিনটি বিশ্বকাপ জয়ের রেকর্ড একমাত্র রয়েছে তাঁরই। বৃহস্পতিবার রাতে সকলকে ছেড়ে বিদায় নিয়েছেন সেই পেলেই। শুধু ফুটবলই নয়, তাঁর অগুন্তী ভক্ত রয়েছে ক্রিকেটের মঞ্চেও। প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররাও পেলেকে শেষ শ্রদ্ধার্ঘ জানিয়েছেন এদিন।

৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ফুটবল সম্রাট পেলে

ব্রাজিলের হয়ে বিশ্ব ফুটবলে কোনও কিছুই অধরা নেই পেলের। তাঁর ফুটবল শৈলীতে মুগ্ধ হয়েছে গোটা বিশ্ব।  বিশ্ব ফুটবলে কোনও ডিফেন্সঅ আটকাতে পারেননি পলেকে। কিন্কু শেষপর্যন্ত জীবনযুদ্ধে হারতেই হল  কিংবদন্তীকে। বৃহস্পতিবার সাওপাওলোর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সেই পেলের মৃত্।ুতেই শোকস্তব্ধ গোটা বিশ্ব। সচিন তেন্ডুলকর থেকে বিশ্ব ক্রিকেটের তাবড় তাহবড় তারকারা শেষ শ্রদ্ধা জানি.েছেন পেলেকে।

বিশ্বকাপ চলৈকৈলানই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল পেলেকে। সেই থেকেই একটা চাপা আতঙ্ক কাজ করতে শুরু করেছিল। তবে সেই সময় সুসে্থ হ.ে উঠেছিলেন তিনি। এবারের ক্্রিসমাসও হাসপাতালেই কাটাতে হয়েছিল পেলেকে। সেখানেই শেষপর্যন্ত ক্যান্সারের কাছে ধীরে ধীরে হারতে শুরু করোেন তিনি। তাঁর কাছে হাসপাতালেই শেষ সময়টা ছিলেন পরিবারের সদস্যরা। পেলের প্রয়ান যে বিশ্ব ফুটবলে একেবারেই অপূরণীয় ক্ষতি তা বলার অপেক্ষা রাখে না।