পাঁচ অধিনায়কের হাত ধরে উন্মোচিত ডব্লুপিএলের ট্রফি

WPL TROPHY
WPL TROPHY. ( Image Source: Jiocinema )

দীর্ঘ অপেক্ষার অবসান। শনিবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দিয়ে শুরু হয়ে গেল মহিলাদের আইপিএল। ঘোষণাটা আগে থেকে হয়ে গেলেও মহিলা আইপিএলের ট্রফি সামনে আনেনি বিসিসিআই। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে রাঁচ দলের অধিনায়কদের হাত দিয়েই উন্মোচিত হ এবারের মহিলা আইপিএলের ট্রফি। আর তাতেই আপ্লুত সকলে। দীর্ঘ অপেক্ষার অবসান হল এদিন। মহিলা আইপিএলের ট্রফি উন্মোচনের পরই সোশ্াল মিডিয়া জুড়ে হৈচৈ। প্রথম ম্যাচে গুজরাত জায়ন্টসের বিরুদ্ধে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স।

মহিলা আইপিএলের অনুষ্ঠানের সূচী ঘোষণা হয়ে যাওয়ার পর থেকেই এদিন সকলের নজর ছিল সেদিকে। টিভির পর্দায় তো বটেই, মুম্বইয়ের ডিওয়াি পটেল স্টেডিয়ামেও ছিল চোখে পড়ার মতো ভিড়। এমন ঐতিহাসিক মুহূর্তের স্বাক্ষী কে না হতে চায়। কিয়ারা আডভানি, কৃতি শ্যাননদের ংতো তারকাজদের উপস্থিতিতে  মহিলাদজের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান যে অন্য মাত্র পেয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এদিন এক জমকালো অনুষ্ঠান দিয়ে হয়ে গেল মহিলা আইপিএলের উদ্বোধন। মাঠে উপস্থিত ক্রিকেটারদের চোখে মুখেও ছিল উন্মোদনার ছাপ স্পষ্ট।

প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরদ্ধে বোলিংয়ের সিদ্ধান্ত গুজরাত জায়ান্টসের

কিয়ারা আডঙানি এবং কৃতি শ্যাননরা যেমন মঞ্চ কাঁপালেন, সেইসঙ্গেই গালের জাদুতে এদিনের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দিয়েছিলেন গায়ক এরি ঢিলন। সেই থেকেই অপেক্ষার বাঁদ ভাঙতে শুরু করকেছিল সকলের। মহিলা আইপিএলের ট্রফি কেমন হবে সেদিকেই নজর ছিল সকলের।  অনুষ্ঠান শেষেই মঞ্চে উপস্থিত হয়েছিলেন পাঁচ দলের পাঁচ অধিনায়ক। এরপরর তাদের হাত দিয়েই উন্মোচিত হয়ে গেল প্রথমবারের মহিলা আইপিএলের ট্রপি। এই ঐতিহাসিক মুহূর্তের স্বাক্ষী থাকতে পেরে সকলেই আপ্লুত। ডিওয়াই পটেল স্টেডিয়ামে ছিল দর্শকদের ভিড়।

তাদের সামনেই হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনাদের হাত ধরে প্রকাশ্যে এল মহিলাদেরক আইপিএলের ট্রফি। আগামী ২৬ মার্চ পর্যনম্ত চলছে এই প্রতিযোগিতা। শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার হাসি কোন অধিনায়কের মুখে ফোটে তা তো সময়ই বলবে। এমন প্রতিযোগিতা নেমে এদিন আবেগতাড়িত হয়ে পড়েছিলেন হরমনপ্রীত কৌরও। এই প্রতিযোগিতা যে তাঁর কাছে বিশেষ এক মুহূর্ত তা বলতে দ্বিধা করেননি তিনি।

ডি ওয়াই পটেল স্টেডি.াম এবং ব্রেবোর্ণ স্টেডিয়ামেই হবে এবারের মহিলাদের আইপিএল। প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেমেছে গুজরাত টাইটান্স। সেখানেই টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন গুজরাত  জায়ান্টস অধিনায়ক বেথ মুনি।