২ বছর আগে ইডেনে করা ১৩৬ রানের ইনিংসটাই এখনও পর্যন্ত বিরাট কোহলির শেষ সেঞ্চুরি

Virat Kohli
Virat Kohli. (Photo by RANDY BROOKS/AFP via Getty Images)

২৩ নভেম্বর,২০১৯। মানে আজ থেকে ঠিক দু বছর আগে। এই দু বছরে কত কিছু বদলে গেছে। করোনা নামক ভাইরাস , গোটা দুনিয়ার মানচিত্র বদলে দিয়েছে। তবে বদলায়নি একটা জিনিস। ইডেন গার্ডেন্স বাংলাদেশের বিরুদ্ধে দিন রাতের টেস্টে আজ থেকে ঠিক দু বছর আগে বিরাট করেছিলেন ১৩৬ রান। সেটাই এখনও পর্যন্ত আন্তর্জাতিক তাঁর শেষ সেঞ্চুরি হয়ে আছে। ইডেন টেস্টের সেই সেঞ্চুরির পর আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট ৫০টি ম্যাচে ৫৬টি ইনিংস খেলেছেন। এই দু বছরে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১৯৮৯ রান করেছেন। ব্যাটিং গড় ৪০.৫৯। এর মধ্যে ২০টি হাফ সেঞ্চুরিও করেছেন। কিন্তু না। বিরাটের ব্যাটে গত দু বছরে কোনও সেঞ্চুরি আসেনি। এর মধ্যে তাঁর সর্বোচ্চ রান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ৯৪ রান। সেই ৯৪ রানের ইনিংসটা বিরাট খেলেছিলেন, ইডেনে সেই সেঞ্চুরি হাঁকানো টেস্টের ঠিক পরের ম্যাচে হায়দ্রাবাদে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে। বিরাটের কেরিয়ারে সেঞ্চুরি এতটা শূন্যতা এর আগে আসেনি। প্রসঙ্গত, টেস্টে বিরাটের মোট ২৭টি টেস্ট সেঞ্চুরি আছে। আর ওয়ানডে-তে আছে ৪৩টি। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখনও কোনও সেঞ্চুরি হাঁকাননি বিরাট।

অনেকেই বলছেন, এবার বিরাট কোহলিকে স্বমহিমায় দেখা যাবে। কারণ টি টোয়েন্টিতে তিনি আইপিএল, দেশের হয়ে কোনওটাতেই নেতৃত্ব দেবেন না। ফলে অনেকটা চাপমুক্ত হয়ে এবার তিনি ব্যাটিংয়ে মনোনিবেশ করতে পারবেন।

টি টোয়েন্টি বিশ্বকাপে দল পুরো ব্যর্থ হলেও বিরাট কিন্তু ব্যাট হাতে মন্দ খেলেননি। সুপার ১২-পর্বে প্রথম ম্যাচে দলের বাকিদের ব্যর্থতার মাঝে বিরাট করেছিলেন ৪৯ বলে ৫৭ রান। তবে নিউ জিল্যান্ড ম্যাচে ৯ রানে আউট হয়ে গিয়েছিলেন। টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে নিউ জি ল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টি২০ সিরিজে খেলেননি বিরাট কোহলি। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা কিউইদের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম ম্যাচে খেলছেন না বিরাট। তবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলছেন তিনি।