পরেরবার থেকে মহেন্দ্র সিং ধোনিকে টুইটারে আর জন্মদিনের শুভেচ্ছা না জানানোর সিদ্ধান্ত নিলেন রবিচন্দ্রন অশ্বিন

Ravichandran Ashwin
Ravichandran Ashwin. (Photo by GLYN KIRK/AFP via Getty Images)

৭ই জুলাই, শুক্রবার ছিল প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিন। বাকি অনেক ক্রিকেটারদের মতোই অভিজ্ঞ ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও তাকে টুইটারের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। তবে এর পাশাপাশি অশ্বিন এও বলেছেন যে তিনি পরেরবার থেকে টুইটারে আর মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন না। তবে শুধু ধোনিই নন, অশ্বিন জানিয়েছেন যে তিনি আর কাউকেই তাদের এই বিশেষ দিনটিতে টুইট করে শুভেচ্ছাবার্তা পাঠাবেন না। এর পিছনে কি কারণ রয়েছে সেটিও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি।

রবিচন্দ্রন অশ্বিন লিখেছেন, “৭ জুলাই বিখ্যাত মানুষটাকে টুইটারে শুভেচ্ছা না জানালে তার প্রভাব হবে মারাত্মক। শুভ জন্মদিন মাহি ভাই। তবে এটাও জানাতে চাই, টুইটারে এই শেষ বার কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিলাম। কারণ আমার মনে হয় সরাসরি তাঁকে বার্তা পাঠিয়ে বা ফোন করে শুভেচ্ছা জানানোতেই আমি বিশ্বাসী। যারা মশলাদার এবং মুখরোচক গল্প তৈরি করতে ভালবাসেন, এই বাক্যটা তাদের জন্যেই।”

মহেন্দ্র সিং ধোনিকে তার চেন্নাই সুপার কিংস (সিএসকে) সতীর্থ রবীন্দ্র জাদেজা এবং প্রাক্তন ভারতীয় সতীর্থ ঋষভ পন্থও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

রবীন্দ্র জাদেজা লিখেছেন, “২০০৯ থেকে আজ পর্যন্ত এবং চিরতরে তিনি হলেন আমার কাছের মানুষ। মাহি ভাই আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শীঘ্রই হলুদে (জার্সিতে) দেখা হবে।”

ঋষভ পন্থ লিখেছেন, “শুভ জন্মদিন মাহি ভাই। তুমি তো কাছে নেই, তাই তোমার হয়ে আমিই কেক কেটে নিই। শুভ জন্মদিন।”

“ভারতীয় ক্রিকেটের জন্য এটা খুবই উত্তেজনাপূর্ণ সময়” – রবিচন্দ্রন অশ্বিন

১২ই জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্ৰথম টেস্ট ম্যাচটি খেলবে ভারত। এই মুহূর্তে প্রস্তুতি নিতে ব্যস্ত ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ ছাড়াও ওডিআই এবং টি-২০ সিরিজ খেলবে ভারত।

রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “জেট ল্যাগ থেকে মুক্তি পেতে আমাদের প্রস্তুতি জন্য আমরা ১০ দিন আগে চলে এসেছি। আমাদের কোচ রাহুল দ্রাবিড় প্রস্তুতির উপর খুব জোর দেন। আমরা যদি প্রস্তুতির যত্ন নিতে পারি তাহলে বাকি জিনিস এমনিতেই যত্ন পাবে।”

তিনি আরও বলেন, “ভারতীয় শিবিরে অনেক নতুন এবং প্রতিভাবান খেলোয়াড়রা আছেন। আমাদের দলে মুকেশ কুমার আছেন এবং আমার মনে হয় জয়দেব উনাদকাট এই সিরিজে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন। ভারতীয় ক্রিকেটের জন্য এটা খুবই উত্তেজনাপূর্ণ সময়।”