“এটা জাড্ডুর বছর ছিল” – অলরাউন্ডারের তাৎপর্যপূর্ণ প্রভাবের প্রসঙ্গে আকাশ চোপড়া

ফাইনালে একটি উইকেট নেওয়ার পাশাপাশি ৬ বলে ১৫* রান করেছিলেন জাডেজা

Ravindra Jadeja
Ravindra Jadeja. (Image Source: IPL/BCCI)

রবীন্দ্র জাডেজা আইপিএল ২০২৩ ফাইনালে চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর হয়ে একটি স্মরণীয় ইনিংস খেলে  দলকে জিতিয়েছেন। শেষ বলে অত্যন্ত প্রয়োজনীয় বাউন্ডারি হাঁকিয়ে জাডেজা রোমাঞ্চকর ফাইনালে তাঁর দক্ষতার প্রমাণ রেখেছিলেন। ৬ বলে ১৫* রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে জাডেজা হলুদ জার্সির দলকে পঞ্চমবারের জন্য আইপিএল শিরোপা জিতিয়েছেন।

তাঁর বীরত্বপূর্ণ পারফর্ম্যান্সের পরে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া বলেছেন যে বাঁ-হাতি অলরাউন্ডারের জন্য এটি একটি যুগান্তকারী মরসুম ছিল। জাডেজা ২১.৫৫ গড় ও ৭.৫৬ ইকোনমি রেটে ১৬ ইনিংসে ২০ উইকেট নিয়ে সদ্য সমাপ্ত সংস্করণে সিএসকের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন।

“জাড্ডুর জাদু। একজন ব্যাটার হিসেবে নয়, বোলার হিসেবে একটি যুগান্তকারী মরসুম। আইপিএলে গত চার-পাঁচ বছরে জাড্ডুর কাছ থেকে এমন কার্যকর বোলিং দেখা যায়নি। আন্তর্জাতিক ক্রিকেটে জাড্ডু খুব ভালো করছিল, কিন্তু আইপিএলে আমরা তার মধ্যমমানের পারফরম্যান্স নিয়েই কথা বলতাম। তবে এটা জাড্ডুর বছর ছিল,” চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন।

তাঁর পারফর্ম্যান্স সম্পর্কে আরও বিশ্লেষণ করে আকাশ চোপড়া কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক এমএস ধোনিকে। কারণ ধোনি নিজে আগে না নেমে, বেশ কিছু ম্যাচে জাডেজাকে উপরের ক্রমে পাঠিয়েছেন।

এমএসের একটি এজেন্ডা ছিল যে সে জাডেজার থেকে সেরাটা বের করে আনবে: আকাশ চোপড়া

“আমি মনে করি যে অধিনায়কের একটি লক্ষ্য ছিল যে তার থেকে সেরাটা বের করে আনবে। সে তাকে সেরা খেলোয়াড় হিসাবে গড়ে তুলবে। জাডেজা পারফর্ম করে সেই লক্ষ্য পূরণও করেছে। ধোনি তাকে নিজের উপরে ব্যাটিং করতে পাঠিয়েছে নিয়মিত,” আকাশ চোপড়া যুক্ত করেছেন।

ব্যাট হাতে জাডেজা ১২ ইনিংসে ২৩.৭৫ গড়ে এবং ১৪২.৮৫ স্ট্রাইক রেটে ১৯০ রান করেছেন। বাঁ-হাতি ব্যাটার পুরো মরসুম জুড়ে প্রয়োজনীয় ক্যামিও খেলেছেন এবং ডেথ ওভারে তাঁর দলকে গুরুত্বপূর্ণ রান যোগ করতে সহায়তা করেছেন। মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩৪ বছর বয়সী এই মরসুমে তিনবার প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন।