কমনওয়েলথ গেমসে রূপো জেতায় ভারতীয় দলকে অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

"উজ্জ্বল ভবিষ্যতের জন্য সমস্ত দলের সদস্যদের শুভেচ্ছা" - টুইট মোদীর

India beat England
Team India. (Image Source: Twitter)

ভারতীয় মহিলা দল কমনওয়েলথ গেমস ২০২২ ক্রিকেট টুর্নামেন্টে শীর্ষস্থানীয় ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে হেরে রৌপ্য পদক জিতেছে। পুরো টুর্নামেন্টটি ভালো খেলার পর সোনা হাতছাড়া হওয়ায় ভারতের অভিযানের একটি হতাশাজনক সমাপ্তি হয়েছে। এই প্রসঙ্গেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার, ৮ই অগাস্ট, উইমেন ইন ব্লুর পারফর্ম্যান্সের প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন।

ভারতের কমনওয়েলথ গেমস ২০২২ অভিযান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল গ্রুপ পর্বের ম্যাচে। অস্ট্রেলিয়া পরাজয়ের মুখ থেকে জয় ছিনিয়ে নেয় এবং ভারত তাদের প্রথম খেলায় ধাক্কা খেয়েছিল। তারপর থেকে হরমনপ্রীত কউরের নেতৃত্বে ভারতীয় দল ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে পাকিস্তান ও বার্বাডোসকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়।

তারপরে তারা ফর্মে থাকা ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল। ইংল্যান্ড অন্য গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে ছিল। চার রানে তাদের পরাজিত করে ফাইনালে প্রবেশ করা প্রথম দল হয় ভারত। যদিও শেষ অবধি সাফল্য ধারা অস্ট্রেলিয়া থামিয়ে দিতে সক্ষম হয়। দলের প্রচেষ্টা সকলের দ্বারা প্রশংসিত হয়েছিল, এমনকি বিরোধী দলের অধিনায়ক মেগ ল্যানিংও সাধুবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদির টুইট নিঃসন্দেহে ভারতীয় দলের মনোবল ্বৃদ্ধি করতে সাহায্য করবে।

“ক্রিকেট এবং ভারত অবিচ্ছেদ্য। আমাদের মহিলা ক্রিকেট দল পুরো CWG-তে চমৎকার ক্রিকেট খেলেছে এবং তারা মর্যাদাপূর্ণ রৌপ্য পদক এনেছে। ক্রিকেটে প্রথম CWG পদক হওয়ায় এটি সবসময়ই বিশেষ থাকবে। উজ্জ্বল ভবিষ্যতের জন্য সমস্ত দলের সদস্যদের শুভেচ্ছা,” প্রধানমন্ত্রী মোদী টুইট করেছেন।

টুইটটি দেখুন এখানে

ম্যাচের প্রসঙ্গে, ১৬২ রানের লক্ষ্য তাড়া করার সময় ভারত এক সময় আধিপত্যপূর্ণ অবস্থায় ছিল। শেষ ৩৪ বলে ৪৪ রান যখন বাকি, তখনও ভারতের হাতে ৮ উইকেট অবশিষ্ট ছিল। ক্রিজে ছিলেন দুই সেট ব্যাটার জেমাইমা ও হরমনপ্রীত। মেগান শুটের সেই ওভারে জেমাইমা আউট হতেই ব্যাটিং ধ্বস নামে। পরের ওভারে পূজা ভাস্ত্রাকার ও হরমনপ্রীত আউট হতেই ভারত চাপে পড়ে যায়।

ভারতীয় দল বোলিং করার সময় বেশ কিছু স্মরণীয় মুহূর্ত দেখা যায়। রাধা যাদবের উপস্থিতবুদ্ধিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিংকে রান আউট বিশেষ উল্লেখের দাবি রাখে। এ ছাড়া দীপ্তি শর্মার একটি এক-হাতের ক্যাচ আলোচনায় উঠে এসেছিল। যদিও যাবতীয় প্রচেষ্টা শেষ অবধি বিফল হল।