আইপিএলের মঞ্চে নামার অপেক্ষায় রয়েছেন ঋষভ পন্থ

Rishabh Pant
Rishabh Pant. (Photo Source: IPL/BCCI)

চোট সারিয়ে এখন সুস্থ রয়েছেন ঋষভ পন্থ। মাঠে ফেরার অপেক্ষাতেই রয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। প্রায় ১৮ মাস পর বাইশগজে ফিরতে চলেছেন তিনি। গত  মঙ্গলবারই ঋষভ পন্থের মাঠে ফেরার কথা কার্যত পরিস্কার করে দিয়েছে বিসিসিআই। তিনি যে ম্যাচ ফিট সেই কথাও জানিয়ে দেওয়া হয়েছে। এখন শুধুই মাঠে নামার অপেক্ষা করছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে আরও বেশ কিছু নানান কথা জানিয়েছেন তিনি। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই নাকি ভারতীয় দলে ফিরতে চেয়েছিলেন তিনি। যদিও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখেই শেষপর্যন্ত এই সিরিজে ফিরতে পারেননি তিনি।

২০২২ সালের শেষ থেকেই মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ। এই বছরের শুরু থেকেই তাঁর মাঠে ফেরা নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছিল। শেষপর্যন্ত সেটাই হতে চলেছে। আইপিএলের মঞ্চ দিয়েই ফের একবার ক্রিকেটের বাইশগজে ফিরতে চলেছেন হবারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। ঋষভ পন্থ নিজেও মাঠে ফেরার এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করে রয়েছেন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

আগামী ২৩ মার্চ আইপিএলের মঞ্চে প্রথম ম্যাচে নামবেন ঋষভ পন্থ

ঋষভ পন্থ এই প্রসঙ্গে জানিয়েছেন, “সত্যিই অসাধারণ একটা অনুভূতি। এমনই একটা মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করেছিলাম। আমার মনে হয়  তিন থেকে ছ মাসের ব্যবধানটার সঙ্গে মানিয়ে নেওয়া যায়। কিন্তু সেই সময়ের মাপটাই যখন বেড়ে যায়, খানিকটা হলেও কিন্তু চিন্তা বাড়াতে থাকে। আমি এখন সেখানে যেতে চাই  খেলার জন্য মুখিয়ে রয়েছি। ভবিষ্যত্ নিয়ে অবশ্য খুব একটা বেশী ভাবছি না আমি। কারণ সেটা নিয়ে ভাবলে নিজের ওপর চাপটা একটু হলেও বেশী নেওয়া হয়ে যায়। এখন শুধুই সামনের প্রতিটা দিনের দিকে তাকিয়ে রয়েছি আমি”।

ঋষভ পন্থ নিজেই জানিয়েছেন যে বারত বনাম ইংল্যান্ডের টেস্টের আগেই নাকি তিনি মাঠে ফিরতে চেয়েছিলেন। ককিন্তু সেই সময় বিসিসিআইয়ের মেডিক্যাল দলের পরামর্শেই শেষপর্যন্ত আর তা করা হয়নি। এত বড় চোট সারিয়ে ওঠার পর তাঁকে শুরুতেই এতটা ওয়ার্কলোডের মধ্যে ফেলতে চায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই জন্য টি টোয়েন্টিতেই তাঁকে ফেরার কথা জানানো হয়েছিল।

গত মঙ্গলবারই বিসিসিআইয়ের তরফে ঋষভ পন্থকে ম্যাট ফিট ঘোষণা করা হয়েছে। আইপিএলের মঞ্চে আগামী ২৩ মার্চ পঞ্জাব কিংসের বিরুদ্ধেই মাঠে প্রত্যাবর্তন করবেন ঋষভ পন্থ।