ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের প্রতিভা নিয়ে প্রশ্ন তুললেন ইয়ান বিশপ
আপডেট করা - Jul 2, 2023 6:27 pm
স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ার পরই এবারের বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজকে। এমন ছবিটা যে সকলকেই বেশ হতবাক করে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু স্কটল্যান্ডের কাছে বিশ্রীভাবে হারের পর থেকেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন থেকে বিশেষজ্ঞ সকলেই ক্যরিবিয়ান ব্রিগেডের এই পারফরমন্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন। এবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের কার্যত তুলোধোনা করলেন প্রাক্তন ক্রিকেটার ইয়ান বিশপ।
ওয়েস্ট ইন্ডিজের বর্তমান ক্রিকেটারদের প্রতিভা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে এই মুহূর্তে দলের প্রতিটি ক্রিকেটারেরই ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে মাঠে নামার প্রবল ইচ্ছা রয়েছে। চেষ্টাও রয়েছে তাদের। কিন্তু অতীতে ক্যরিবিয়ান তারকাদের মধ্যে যে প্রতিভার দেখা মিলত, সেটাই এখন এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের মধ্যে নেই। বিশ্বকাপের মঞ্চে ওয়েস্ট ইন্ডিজের মতো দেশের না থাকাটা যে কিছুতেই মেনে নিতে পারছে্ন না তারা তা বলার অপেক্ষা রাখে না।
স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে গিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ
বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়ের পর্বে জেসন হোল্ডারের নেতৃত্বে নেমেছিল ক্যারিবিয়ান বাহিনী। সে্খানেই ছিলেন নিকোলাস পুরান, চার্লসদের মতো ক্রিকেটাররাও। কিন্তু ক্যারিবিয়ান ব্রিগেডকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে এবার। বিশ্ব ক্রিকেটের মঞ্চে প্রথম দুটো বিশ্বকাপই জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৮৩ সালে তারাই ছিল ফাইনালিস্ট। কিন্তু সেবার ভারতের কাছে হেরে গিয়েছিল ক্যারিবিয়ান ব্রিগেড। এরপর আর বিশ্বকাপ জিততে না পারলেও, বিশ্বকাপের মঞ্চে তারা অনুপস্থিত, এমনটা একেবারেই হয়নি।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপের মঞ্চে না আসতে পারা নিয়ে প্রাক্তন ক্রিকেটার ইয়ান বিশপ জানিয়েছেন, “আমি কখনোই বলবনা যে ৬০ এবং ৭০ দশকের ক্রিকেটাররা যেমন ছিলেন, ২০০০ সালেও তেমন থাকবেন তারা। সেখানেই আমাদের খুঁজে দেখতে হবে যে তাদের ইচ্ছাটা কতটা রয়েছে এবং যেটা তাদের অন্যান্য ক্রিকেটারদের থেকে আলাদা করবে। আমি ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি, সেখানে তাদের ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার ইচ্ছাটা এখনও প্রবল রয়েছে। কিন্তু অতীতে ক্রিকেটারদের যে প্রতিভাটা ছিল, সেটারই অভাব রয়েছে এখনকার ক্রিকেটারদের”।
স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে এবারের বি্শ্বকাপ খেলার স্বন্ ভঙ্গ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেনি তারা। কিন্তু ওডিাই ফর্ম্যাটের ক্রিকেটেও ওয়েস্ট ইন্ডিজ থাকবে না এমনটা যেন এখনও কেউ বিশ্বাস করতে পারছে না।