‘নির্ভীক দৃষ্টিভঙ্গির কারণেই কাঙ্ক্ষিত ট্রফি জয়’ – অনূর্ধ্ব-১৯ দলের সাফল্যে উচ্ছ্বসিত বিসিসিআই সভাপতি

ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে খেতাব জয় ভারতের

India Women's Under-19 Team
India Women’s Under-19 Team. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

২৯শে জানুয়ারি, রবিবার, পোচেফস্ট্রুমে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে জিতে শাফালি ভার্মা এবং তাঁর সতীর্থদের ঐতিহাসিক অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা দখলের পরে অভিনন্দন জানিয়েছেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সভাপতি রজার বিনি। ফাইনালের জন্যই ভারতের যুব মহিলা ব্রিগেড তাঁদের সেরা খেলাটি তুলে রেখেছিলেন এবং ইংলিশ দলের যাবতীয় লড়াইকে ব্যর্থতায় পরিণত করেছিলেন।

উইমেন ইন ব্লু বল হাতে সম্মিলিত প্রচেষ্টায় ইংল্যান্ডকে ১৭.১ ওভারে মাত্র ৬৮ রানে গুটিয়ে দেয়। তিতাস সাধু, অর্চনা দেবী ও পার্শবী চোপড়া দুটি করে উইকেট লাভ করেন। অন্যদিকে, মান্নাত কাশ্যপ, শাফালি ভার্মা ও সোনম যাদব ইংলিশ ব্যাটিং লাইন আপকে ধ্বংস করার ক্ষেত্রে অবদান রাখেন একটি করে উইকেট নিয়ে। ফিল্ডিংয়েও ভারতীয় দল দুর্দান্ত প্রদর্শন করেছিল। এক্সট্রা কভারে অর্চনা এক হাতে চাঞ্চল্যকর একটি ক্যাচ ধরেছিলেন, সৌম্যা তিওয়ারি ডিরেক্ট থ্রোয়ে একটি দুর্দান্ত রান আউটও করেছিলেন।

“আমাদের দলের সাফল্য দেশের আসন্ন ক্রিকেটারদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে একটি মানদণ্ড স্থাপন করেছে” – রজার বিনি

পুরো টুর্নামেন্ট জুড়ে নির্ভীকভাবে খেলার জন্য শাফালির নেতৃত্বাধীন দলকে স্বাগত জানিয়ে বিনি বিসিসিআইয়ের একটি মিডিয়া বিবৃতিতে বলেছেন, “আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপে খেতাব জয়ের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ মহিলা দলকে অভিনন্দন জানানোর এই সুযোগটি আমি গ্রহণ করছি। দলটি নির্ভীক দৃষ্টিভঙ্গি নিয়ে খেলে কাঙ্ক্ষিত ট্রফি জিতে ইতিহাস তৈরি করেছে। এটি ছিল টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণ এবং আমাদের দলের সাফল্য দেশের আসন্ন ক্রিকেটারদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে একটি মানদণ্ড স্থাপন করেছে।”

টুর্নামেন্টে তাদের দুর্দান্ত প্রদর্শনের জন্য টিম ইন্ডিয়ার খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের জন্য ইতিমধ্যেই ৫ কোটি টাকার নগদ পুরস্কার ঘোষণা করেছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। তিনি বলেছেন যে রবিবারের ঐতিহাসিক জয় প্রমাণ করে যে দেশে মহিলাদের ক্রিকেট উন্নতি করছে এবং এই সাফল্য আসন্ন মহিলা প্রিমিয়ার লিগের (ডাব্লিউপিএল) জন্য আগ্রহ বাড়াতেও সাহায্য করবে।

“ভারত অনূর্ধ্ব-১৯ মহিলা দল আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের দুর্দান্ত সাফল্যের মাধ্যমে সমগ্র দেশকে গর্বিত করেছে। চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে শাফালি ভার্মার নেতৃত্বাধীন ইউনিট অসাধারণ দক্ষতা ও দৃঢ়তা দেখিয়েছে এবং তাদের গৌরবের পথ উজ্জল করেছে। বিসিসিআই সর্বদাই বয়সভিত্তিক ক্রিকেটকে অগ্রাধিকার দিয়েছে এবং এই শিরোপা জয় ভারতে নারী ক্রিকেটের উন্নতির আরও একটি লক্ষণ। এই সাফল্যটি দেশের ক্রিকেট প্রতিভার গভীরতাকেও তুলে ধরে এবং সেই সঙ্গে আমরা বহুল প্রতীক্ষিত মহিলা প্রিমিয়ার লিগের (ডাব্লিউপিএল) উদ্বোধনী সংস্করণের কাছাকাছি পৌঁছনোয় মহিলাদের ক্রিকেটের প্রতি আগ্রহকে আরও বাড়িয়ে তুলবে,” শাহ বলেছেন।