বেন স্টোকসের জন্য ইংল্যান্ডের একদিনের দলে ফেরার রাস্তা খোলা, জানালেন ম্যাথু মট

Ben Stokes
Ben Stokes. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

গতবছরের জুলাই মাসে হঠাত্ই সকলকে চমকে দিয়েছিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস। একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। টেস্ট এবং টি টোয়েন্টি ক্রিকেটই খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা ক্রিকেটার। স্টোকসের এই সিদ্ধান্ত যে ইংল্যান্ড শিবিরকে বড়সড় ধাক্কা দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বেন স্টোকস অবসর ঘোষণা করলেও, ইংল্যান্ড ক্রিকেট শিবির কিন্তু এখনও তাঁকে নিয়ে বেশ আশাবাদী । অবসর ভেঙে বেন স্টোকসের এখনও ইংল্যান্ডের একদিনের দলে ফেরার দড়জা খোলা বলেই জানিয়ে দিলেন ইংল্যান্ডের একদিন ও টি টোয়েন্টি দলের কোচ ম্যাথু মট।

গতবছরই ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব উঠেছিল বেন স্টোকসের কাঁধে। সেই দায়িত্ব নিয়ে সাফল্যের রাস্তাতেই এগোতে শুরু করেছেন তিনি। সেই সময়ই ২০২২ সালের জুলাই মাসে হঠাত্ই একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন বেন স্টোকস।  ওয়ার্কলোডের কথা বলেই সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন বেন স্টোকস। কিন্তু ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট এখনও তাঁর অপেক্ষায় রয়েছেন।

২০২২ সালে একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেন স্টোকস

এই বছরই ভারতের ঘরের মাঠে হতে চলেছে একদিনের ফর্ম্যাটের বিশ্বকাপ। গতবার ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। সেখানেই ইংল্যান্ডের সাফল্যের অন্যতম কারিগড় ছিলেন বেন স্টোকস। ফাইনালের মঞ্চে তাঁর হাত ধরেই নিউ জিল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ারক স্বাদ পেয়েছিল ব্রিটিশরা। সেজন্যই বেন স্টোকস যে ইংল্যান্ড শিবিরের কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার তা বলার অপেক্ষা রাখে না। এবারের টি টোয়েন্টি ফর্ম্যাটেও কিন্তু ইংল্যান্ডকে জেতানোর অন্যতম কারিগড় তিনি।

এই প্রসঙ্গে ইংল্যান্ডের কোচ ম্যাথু মট জানিেয়েছেন, “এই মুহূর্তে তাঁর ফোকাস যে লাল বলের ফর্ম্যাটের ক্রিকেটে রয়েছে সেই সম্বন্ধে আমরা যথেষ্ট ভালভাবেই অবগত রয়েছি। কিন্তু তাঁর মতো ক্রিকেটারের জন্য সবসময়ই ফেরার দড়জা খোলা রয়েছে। তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাই এবং যখন সময় হবে অবশ্যই তাঁর সঙ্গে আলোচনা হবে”।

এই মুহর্তে লাল বলের ফর্ম্যাটেই প্রধান ফোকাস রয়েছে বেন স্টোকসের। ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই সাফল্যের রস্তায় হাঁটতে শুরু করেছে ইংল্যান্ড। সেইসঙ্গে দুরন্ত ফর্মে রয়েছেন বেন স্টোকসও। নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা থেকে পাকিস্তান। সকলের বিরুদ্ধেই অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন এই তারকা ব্রিটিশ ক্রিকেটার। এখনও পর্যন্ত অবশ্য ইংল্যান্ডের একদিনের শিবিরে ফেরার কোনও ইঙ্গিত বেন স্টোকসের কথা থেকে পাওয়া যায়নি। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।