হারের হতাশা থাকলেও দলের ক্রিকেটারদের পাশেই দাঁড়াচ্ছেন রাহুল দ্রাবিড়

Rahul Dravid. (Photo by Gareth Copley/Getty Images)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট এবংওডিআই সিরিজে সাফল্য থাকলেও, টি টোেয়েন্টি সিরিজে শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। রবিবার টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নেমেছিল টিম ইন্ডিয়া। লড়াই করার চেষ্টা করলেও ব্যাটারদের ব্যর্থতাতে শেষপ্রযন্ত সেই ম্যাচে হার মানতেই হয়েছে ভারতীয় দলকে। ওয়েস্ট ইন্ডিজের কাছে  শেষ ম্যাচে ৮ উইকেটে হেরে গিয়েছে ভারতীয় দল। একইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-২-এ সিরিজ হেরে গিয়েছে ভারতীয় দল। যদিও এই পরস্থিতিতে দোষারোপ নয় বরং ক্রিকেটারদের পাশেই দাঁড়াচ্ছেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

Advertisement
Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফ্লোরিডাতে শেষ ম্যাচে ১৬৫ রান করতে পেরেছিল ভারতীয় দল। সেখানে সূর্যকুমনার যাদব চাড়া কোনও ভারতীয় ক্রিকেটারই বড় রান করতে পারেননি। আর সেটাই যেটিম ইন্ডিয়ার হারের অন্যতম প্রধান কারণ চিলতাও বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে ভারতীয় দলের বোলাররাও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি। কার্যত একপেশে ম্যাচে ৮ উইকেটে জয় তুলে নিয়েছিল ক্যারিবিয়ান ব্রিগেড।

ওয়েস্ট ইন্ডিজের কাছে ২-৩-এ সিরিজ হেরে গিয়েছে ভারতীয় দল

ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের পর থেকেই ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে নানান গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। সেখানেই শেষপর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের পাশেই দাঁড়াচ্ছেন দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। এই সিরিজে সম্পূর্ণ তরুণ দল নামিয়েছিল টিম ইন্ডিয়া।  সেখানে হারের হতাশা থাকলেও, এমন উথ্থান পতনের মধ্যে দিয়েই যে সেই দব যাবে তা মানতে কোনও দ্বিধা নেই। গোটা সিরিজে ভারতীয় ক্রিকেটাররা নানান ভুল করেছেন, সেই কথাও মেনে নিয়েছেন রাহুল দ্রাবিড়। তবুও দলের ক্রিকেটারদের পাশেই দাঁড়াচ্ছেন তিনি।

এই প্রসঙ্গে সিরিজ শেষে রাহুল দ্রাবিড় জানিয়েছেন, “এদিন সিরিজ জয়ের কাছে আমরা পৌঁছতে পারিনি। আমাদের এই চলার পথে বেশ কিছু ভুল আমরা করেছি। যদি পাঁচটা ম্যাচের দিকেই তাকানো যায়, সেখানেই দেখা যাবে কেমন ভুল হয়েছে। প্রথম দুটো ম্যাচের পাশাপাশি এই ম্যাচেও তা হয়েছে। যেমনটা ব্যাটিং আমাদের করা উচিত্ ছিল তা আমরা করতে পারিনি। কিন্তু এমনটা হতেই পারে, কারণ এই দলটা সম্পূর্ণ তরুণ।ধীরে ধীরিে তৈরি হচ্ছে এই দল”।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল ভারতীয় দল।  কিন্তু যশস্বী জয়সওয়াল থেকে শুভমন, হার্দিক পান্ডিয়া এবং সঞ্জু স্যামসনরা সকলেই ব্যর্থ হয়েছিলেন। সূর্যকুমার যাদব ৬১ রানের ইনিংস না খেললে ভারত বোধহয় এই রানেও পৌঁছতে পারত না।  ভারতের ১৬৫ রান তাড়াকরে জিততে খুব একটা বেশী সময় নেয়নি ওয়েস্ট ইন্ডিজ।