প্রস্তুতি ম্যাচে নেই তেম্বা বাভুমা, ব্যক্তিগত কারণের জন্য দেশে ফিরে গিয়েছে প্রোটিয়া অধিনায়ক

Temba Bavuma
Temba Bavuma. (Photo by Sydney Seshibedi/Gallo Images)

প্রস্তুতি ম্যাচে নামার আগেই দেশে ফিরে গেলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা।  সেই খবর সামনে আসতেই শুরু হয়ে গিয়েছিল নানান হিসাব নিকাশ ও জল্পনা। যদিও দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্টের তরফেই সমস্ত জল্পনার অবসান ঘটানো হয়েছে। কোনওরকম চোট কিংবা অন্যকিছু নয়। ব্যক্তিগত কারণের জন্যই নাকি দেশে ফিরে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। সামনেই রয়েছে দজর্ষিণ আপ্রিকার প্রস্তুতি ম্যাচ। সেই দুই ম্যাচে খেলত না পারলেও বিশ্বকাপের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকা শিবিরে দেখা যাবে এই তারকা ক্রিকেটারকে।

কেকদিন আগেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে নেমেছিল  দক্ষিণ আফ্রিুকা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের পরই িবশ্বকাপের ম়্চে এসেছে প্রোটিয়া বাহিনী। এখনও পর্যন্ত তাদের ঝুলিতে একটিও বিশ্বকাপ নেই। তেম্বা বাভুমার নেতৃত্বে সেই খরা দক্ষিণ আফ্রিকা কাটাতে পারে কিনা তা তো সময়ই বলবে। কিন্তু তার আগেই দেশে ফিরে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। পারিবারিক কারণের জন্যই ফিরে গিয়েছেন দেশে।

বিশ্বকাপের মঞ্তে নামার আগে জোড়া প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা।  আগামী ২৯ সেপ্টেম্হরক আফগানিস্তানেক বিরুদ্ধে এহং ২ অক্টোবর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা।যদিও সেই ্মযাচে খেলতে পারবেন না তেম্বা বাভুমা। তাঁরক দেশে ফিরে যাওয়ার খবর পাওয়ার পর থেকেই নানান কথাবার্তা শুরু হয়েছিল। বিশেষ করো চেট আঘাত নিয়েই চলচিল নানান  হিসাব নিকাশ। কারণ ইতিমধ্যেই চোট আঘাতে জর্জরিত রয়েছে দক্ষিণ আফ্রিকা শিবির। সেখানেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন অন্যারিখ নর্খিয়া ও সিসান্দা মাগালার মতো দুই তারকা ক্রিকেটার। যদিও তেম্বা বাভুমা পরিবারের কারমেই দেশে ফিরে গিয়েছেন কয়েকদিনের জন্য।

দক্ষিণ আফ্রিকার ওডিআই বিশ্বকাপের সূচী

৭ অক্টোবর – দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা

১২ অক্টোবর – দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া

১৭ অক্টোবর – দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস

২১ অক্টোবর – দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড

২৪ অক্টোবর – দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ

২৭ অক্টোবর- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান

১ নভেম্বর – দক্ষিণ আফ্রিকা বনাম নিউ জিল্যান্ড

৫ নভেম্বর – দক্ষিণ আফ্রিকা বনাম ভারত

১০ নভেম্বর – দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান

বিশ্বকাপের ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। সেখানেই শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকা তাদের বিশ্বকাপ জয়ের খরা কাটাতে পারবে কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।