আইপিএল ২০২৪-এ প্রতিটি দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটাররা

IPL Trophy. (Photo Source: IPL/BCCI)

কয়েকদিন আগেই শেষ হয়েছে আইপিএলের মনি নিলাম। সেখানেই একের পর এক চমক দেখিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের দল গুছিয়ে নিয়েছে। আসন্ন মপলুমেই শুরু হবে সেরা হওয়ার লড়াই। ১৭ তম াইপিএলে মঞ্চ নিয়ে এখন তেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। তরুণ ক্রিকেটারদের পাশাপাশি এবারের আইপিএলেও কিন্তু বেশ কয়েকজন বয়স্ক ক্রিকেটারদের দিকে নজর রয়েছেন সকলে।

Advertisement
Advertisement

আইপিএল ২০২৪ সালের আইপিএলে যেমন প্রতিটি দলে তারুণ্যের আধিক্য রয়েছে, তেমনই সেখানে অভুজ়্ এবং সিনিয়র ক্রিকেটাররাও রয়েছে। এমএস ধোনি থেকে ফাফ ডুপ্লেসিদের নিয়েও যে আইপিএলের মঞ্চে চর্চা তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। এখানেই দেখে নেওয়া যাক আইসিসির সবকটি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে বয়স্ক তারকা ক্রিকেটারদের দিকে।

১. এমএস ধোনি (চেন্নাই সুপার কিংস)

MS Dhoni. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে অন্যতম সবচেয়ে সফল অধিনায়কের তকমা রয়েছে এমএস ধোনির কাঁধে। শেষবারের আইপিএলেও এম ধোনির নেতৃত্বেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। প্রথম মরসুম থেকেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক তিনি। তাঁর হাত ধরেই সর্বোচ্চ পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুুপার কিংস। এবারও চেন্নাই সুপার কিংসের অধিমনায়কের দায়িত্বে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৪২ বছর বয়সেই এবারের আইপিএলে নামছেন তিনি। এবারের আইপিএলে অন্যতম বয়স্ক ক্রিকেটার হিসাবে মগেন্দ্র সিং ধোনিপর নামই রয়েছে সবার ওপরে।

এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে এমএস ধোনির রান রয়েছে ৫০৮২ এবং তাঁর নেতৃত্বে ২২৬টি ম্যাচের মধ্যে চেন্নাই সুুপার কিংস জয় পেয়েছে ১৩৩টি ম্যাচে।

Page 1 / 10
Next