বিশ্বকাপ জেতার যোগ্য দল ভারত : স্টিম স্মিথ

Indian Cricket Team jersey for T20 World Cup 2021
Indian Cricket Team jersey for T20 World Cup 2021. (Photo Source: Twitter/BCCI)

এক কিংবদন্তী ভারতকে বিপজ্জনক দল বলে আখ্যায়িত করেছেন। আর এক জ ভারতকে টি ২০ বিশ্বকাপ জেতার যোগ্য দাবিদার বলে উল্লেখ করেছেন। প্রথম জন ইনজামামামূল হক আর দ্বিতীয় জন স্টিভ স্মিথ।

ভারতের বিরুদ্ধে ওয়ার্ম ম্যাচ খেলার শেষে স্টিভ স্মিথ বলেছেন, “দুর্দান্ত দল ওরা। সব অস্ত্র রয়েছে ওদের। বেশ কিছু ম্যাচ জেতানো ক্রিকেটারও রয়েছে ভারতীয় দলে। কয়েক মাস ধরে আইপিএল খেলার জন্য এখানেই রয়েছে ওদের দলের সকলে। এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে ওরা।”  প্রসঙ্গত, স্মিথের ব্যাটে ভর করে ১৫২ রান তোলে অস্ট্রেলিয়া। রোহিত, রাহুলের দাপটে সেই রান তুলতে কোনও অসুবিধাই হয়নি ভারতের। ১৩ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন সূর্যকুমার যাদবরা।

অন্যদিকে, ভারতকে এবারের বিশ্বকাপে সবচেয়ে বিপজ্জনক দল বলে মনে করছেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার ইনজামামুল হক। নিজের ইউটিউব চ্যানেলে ইনজির দাবি, ‘কোনও টুর্নামেন্টে এটা নির্দিষ্ট করে বলা যায় না, কোন দল জিতবে। তবে কোন দলের জেতার কতটা সম্ভাবনা রয়েছে, সেটা আন্দাজ করা যায়। আমার মতে, এই টুর্নামেন্টে অন্য যে কোনও দলের চেয়ে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। কারণ ওদের দলে অভিজ্ঞ টি -টোয়েন্টি প্লেয়ারও রয়েছে।’

আবার টি ২০ বিশ্বকাপে ভারতের ওপেনিং কম্বিনেশন প্রসঙ্গে বিরাটের বক্তব্য, ‘আইপিএলের আগে পরিস্থিতি ভিন্ন ছিল। বর্তমানে রাহুল ব্যতীত ওপেনিং পজিশনে অন্য কারুর দিকে তাকানোটা প্রায় অসম্ভব। রোহিতের বিষয়ে আলাদা করে কিছুই বলার নেই। বিশ্বমানের ক্রিকেটার ও এবং টপ অর্ডারে দারুণ পারফর্ম করে আসছে। আমি তিন নম্বরে ব্যাট করব। এখন আপাতত আমি এইটুকুই জানাতে পারব।’ ইংল্যান্ডের বিরুদ্ধে ২৪ বলে ৫১ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে রাহুল কিন্তু প্রমাণ করে দেন, তাঁর ওপেনিং করা নিয়ে সত্যিই কোন প্রশ্ন থাকতে পারে না।