কঠিন কিউই সফরেও তামিমকে পাচ্ছে না বাংলাদেশ

Tamim Iqbal
Tamim Iqbal. (Photo by AAMIR QURESHI / AFP) (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

সময়টা একেবারেই ভাল যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের। টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২ পর্বে সব কটা ম্যাচে খারাপভাবে হেরে বিদায়ের পর, দেশের মাটিতে টি২০ সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে বাংলাদেশকে। এবার আসন্ন নিউ জিল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল। টি টোয়েন্টি বিশ্বকাপ চোটের কারণে খেলতে পারেননি তামিম। এরপর চোট সারিয়ে ফিরে টি২০ বিশ্বকাপের পরেই ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলার প্রস্তুতি সারছিলেন তামিম।

নেটে অনুশীলন করার সময়ে তাঁর হাতের বুড়ো আঙুলে ফের অস্বস্তি অনুভব করেন তিনি। ফের এক্স-রে করা হলে আসে খারাপ খবর। তাঁর বুড়ো আঙুলে ফের চিড় ধরা পড়েছিল, তাই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে তিনি খেলতে পারেননি।

এখন জানা গেল, হাতের বুড়ো আঙুলে চোট পাওয়ার পর তা থেকে সুস্থ হতে আরও এক মাস নিশ্চিতভাবেই লাগবে তামিমের। তাই আগামী মাসে নিউ জিল্যান্ড সফরে যাওয়া বাংলাদেশ দলের সদস্য হতে পারছেন না তামিম। নিউ জিল্যান্ডে গিয়ে বাংলাদেশ দু টেস্টের সিরিজে খেলবে। এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা হবে। প্রথম টেস্ট শুরু ১ জানুয়ারি তাউরাঙ্গার বে ওভালে। এরপর সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট হবে ৯ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে। নিউ জিল্যান্ডের মাটিতে বাংলাদেশের রেকর্ড একেবারেই ভাল নয়। তার ওপর আবার তামিমের মত অভিজ্ঞ ক্রিকেটার না থাকায় চাপ বাড়ল।