টি-২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে কেন ফেভারিট ধরা হচ্ছে জানুন

Kane Williamson and Aaron Finch. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

আজ টি-২০ বিশ্বকাপ প্রথম বার হাতে উঠতে চলেছে একেবারে নতুন ক্রিকেট দলের হাতে। সেমিফাইনালে পাকিস্তানকে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে নিউজিল্যান্ড হারিয়েছে। তবে টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে পাকিস্তানের কাছে প্রথম ম্যাচ হারলেও ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিল কেন উইলিয়ামসনের দল। আর তারপর টানা ম্যাচে জয় পেয়েছে কিউইরা। তাই অনেক ক্রিকেট বিশেষজ্ঞদের মতে আজ ফাইনালে ফেভারিট নিউজিল্যান্ড।

Advertisement
Advertisement

কিন্তু টি-২০ বিশ্বকাপের ফাইনালে কেন ফেভারিট আরও একটু বিস্তারিত জেনে নেওয়া যাক-

১) পাকিস্তান ম্যাচ হারলেও নিউজিল্যান্ড টিম ঘুরে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত তারা অপ্রতিরধ্য।

২) বুধবার আবু ধাবিতে খুব খারাপ শুরু করলেও শেষ ৬ ওভারে অসাধারণ রান তাড়া করে ম্যাচ বার করে নেয় নিউজিল্যান্ড। ২০১৯ বিশ্বকাপ ফাইনালের একরকম প্রতিশোধ নিল বলা যেতে পারে। তাই আত্মবিশ্বাস তুঙ্গে।

৩) শেষ কয়েক বছরে নিউজিল্যান্ড তাদের প্রদর্শন যে জায়গায় নিয়ে গেছে সেটা অসাধারণ, এই মন্তব্য করেছেন খোদ অস্ট্রেলিয়ার কোচ।

৪) পর পর পাঁচটি টি টোয়েন্টি সিরিজ হেরে গিয়েছিল তারা। এমনকি ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের কাছেও। তারপর ফাইনালে নামার আগে কিছুটা হলেও চাপে থাকবে অ্যারন ফিঞ্চের দল।

৫) টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এর আগে মাত্র এক বার মুখোমুখি হয়েছে। সেই ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়া।

৬) কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ সর্বোচ্চ মোট ২৫১ রান করেছেন। আর নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল অজিদের বিরুদ্ধে মোট ৪৩৫ রান করেছেন। ব্যাটার হিসেবে গাপ্তিল অনেকটাই এগিয়ে।

৭) বোলারদের মধ্যে আবার কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নিয়েছেন অ্যাস্টন আগর। মোট ১৩টি উইকেট নিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের ইশ সোধি আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট ১৬টি উইকেট নিয়েছেন।