টি২০ বিশ্বকাপ বেশি করে হবে, ব্যাখ্যা দিল আইসিসি

T20 World Cup Trophy.
T20 World Cup Trophy. (Getty Images)

টি-২০ বিশ্বকাপ ২ বছর অন্তর হবে। কিন্তু কেন বেশি করে টি ২০ বিশ্বকাপ করা হবে তার ব্যাখ্যা দিল আইসিসি । এখনও পর্যন্ত আইসিসি যে তালিকা দিয়েছে সেখানে ২০২২, ২০২৪, ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালে হবে কুড়ি-বিশের বিশ্বকাপ। ২০২৩, ২০২৭ ও ২০৩১ সালে হবে এক দিনের বিশ্বকাপ। আর তার মাঝে ২০২৫ ও ২০২৯ সালে চ্যম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেছে আইসিসি। অর্থাৎ আগামী ১০ বছর প্রতি বছর একটি করে টুর্নামেন্ট রয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই-কে আইসিসি-র সিইও জিওফ অ্যালার্ডিস বলেন, ‘‘আলাদা আলাদা ফরম্যাটের জন্য আলাদা আলাদা প্রতিযোগিতা হবে। দু’বছর অন্তর অন্তর টি২০ বিশ্বকাপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ক্রিকেটের আরও উন্নতি হয়। কারণ টি২০ বিশ্বকাপে অনেক বেশি দেশ অংশ নেয়। ফলে বিশ্ব জুড়ে ক্রিকেটের বিস্তার আরও বেশি হবে।’’

অ্যালার্ডিসের সংযোজন, আইসিসি চাইছে যত বেশি সম্ভব দেশকে ক্রিকেটের মানচিত্রে নিয়ে আসতে। সেই জন্য প্রতি বছর একটি করে আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘বর্তমানে অনেক বেশি টি২০ ম্যাচ খেলা হয়। এই খেলায় সময় কম লাগে বলে দর্শকদের আগ্রহও বেশি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আইসিসি-র অন্তর্ভুক্ত সব দেশ বিশ্বকাপ খেলুক।’’অন্যদিকে, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন লোকেশ রাহুল । মাসেলের টান ধরায় রাহুল নিজেকে টেস্ট সিরিজ থেকে সরিয়ে নিলেন।

গতকালই জানানো হয়েছিল ভারতীয় দলে যোগ দিয়েছেন সূর্যকুমার যাদব। আজ জানানো হল, রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ায়, তাঁর পরিবর্তে দলে ঢুকলেন সূর্য। যিনি এখনও কোনও টেস্ট খেলেননি। কানপুরে ওপেন করতে দেখা যাবে মায়াঙ্ক আগরওয়াল ও শুবমন গিলকে। বৃহস্পতিবার থেকে কানপুরে শুরু হচ্ছে টেস্ট সিরিজ।