ভারত-পাক ম্যাচে ‘বিরাট’ পার্থক্য গড়ে তুলতে পারে কোহলির ব্যাট

Virat Kohli. (Photo Source: Twitter)

কাউন্টডাউন শুরু। এবার শুধু সময়ের অপেক্ষা। টি ২০ বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চরমে। উত্তেজনায় ফুটছে দু দেশের সমর্থকরা। তবে পাকিস্তান ম্যাচে ত্রাস হতে পারে বিরাট কোহলির ব্যাট। কারণ, বিশ্বকাপে বারবারই পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠেছে বিরাট কোহলির ব্যাট। তাই আজকের ম্যাচে কোহলি কিন্তু ‘বিরাট’ ফ্যাক্টর। আর কোন গ্রেট প্লেয়ার চায় না বড় ম্যাচে জ্বলে উঠতে! বিরাটও নিশ্চয় পাকিস্তান ম্যাচে নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে চাইবেন!

Advertisement
Advertisement

টি২০ ফর্ম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ তাঁর সংগ্রহে ২৫৪ রান ৷ পাকিস্তানের বিরুদ্ধে ৬টি টি২০ ম্যাচ খেলে কোহলির গড় ৮৪.৬৬ ৷ এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক ৷ তাঁর সংগ্রহে ১৬৪ রান ৷ দু’জনেই খেলবেন আজকের ম্যাচে ৷

এবার এক নজরে দেখে নেওয়া যাক টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের ইনিংস :

২০১৬ টি-২০ বিশ্বকাপ : কলকাতায় হয়েছিল ম্যাচটা। প্রথমে ব্যাট করে ধীরে শুরু করে পাকিস্তান। ডাকওয়ার্থ লুইস নিয়মে ম্যাচ নেমে আসে ১৮ ওভারে। ৫ উইকেট হারিয়ে ১১৮ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু হয়নি ভারতের। দ্রুত তিনটে উইকেট হারিয়ে ফেলে ভারত। এরপর কোহলি নেমে ৩৭ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। যেই পিচে ব্যাটারদের সমস্যা হচ্ছিল সেই পিচে কোহলি সাতটা চার ও একটা ছয় মারেন।

২০১৪ টি-২০ বিশ্বকাপ : ঢাকায় অনুষ্ঠিত হওয়া ম্যাচে প্রথম ব্যাট করে পাকিস্তান ৭ উইকেট হারিয়ে করে ১৩০ রান। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের ৫৪ রানের দারুণ পার্টনারশিপ হয়। এরপর বিরাট এসে ম্যাচের হাত ধরেন। তিনি ৩২ বলে অপরাজিত ৩৬ রান করেন। তাঁর ইনিংস ছিল চারটে চার ও একটা ছয় দিয়ে সাজানো।

২০১২ টি-২০ বিশ্বকাপ : ৬১ বলে ৭৮ রান করেছিলেন ২০১২ সালের কলম্বোতে। পাকিস্তানের দেওয়া ১২৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে কোহলি একাই দলকে টেনে নিয়ে যান। তাঁর ইনিংস ছিল আটটা চার ও দুটো ছয় দিয়ে সাজানো। সেই ম্যাচে মাত্র ১৭ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।