সুপার টুয়েলভে পাকিস্তান কি কি রেকর্ড করল দেখুন

Pakistan Team. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

বিশ্বকাপে ভারতকে কোনও দিন হারাতে পারেনি পাকিস্তান। সেই মিথ ভেঙে চুরমার করে দিয়েছে বাবর আজমের দল। এবার টি ২০ বিশ্বকাপে ১০ উইকেটে ভারতকে হারিয়েছে তারা। এমনকী সুপার টুয়েলভে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে যাচ্ছে পাকিস্তান। আর সেই সঙ্গে একাধিক রেকর্ড গড়েছে পাকিস্তান টিম। সেগুলো কি কি একবার দেখে নেওয়া যাক-

Advertisement
Advertisement

১) এখনও পর্যন্ত এই বিশ্বকাপে অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে পৌঁছল পাকিস্তান।

২) প্রথম ম্যাচ থেকে এখনও পর্যন্ত পাকিস্তানের দল অপরিবর্তিত।

৩) এখনও পর্যন্ত চলতি টি-টোয়েন্টি বিশ্বকারে সর্বোচ্চ রানের মালিক বাবর আজম। তিনি ম্যাচ খেলে ২৬৪ রান করে ফেলেছেন।

৪) সংযুক্ত আরব আমিরশাহিতে টানা ১৬টি টি-টোয়েন্টিতে জিতেছে পাকিস্তান। গত পাঁচ বছরে এখানে কোনও ম্যাচ হারেনি তারা।

অন্যদিকে, আফগানিস্তানকে হাসতে হাসতে ৮ উইকেটে হারিয়ে দিয়ে টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল কেন উইলিয়ামসনের দল। এই গ্রুপ থেকে আগেই পাকিস্তান কোয়ালিফাই করে গিয়েছে। দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করল নিউজিল্যান্ড। আর এই নিয়ে তিন বার সেমিফাইনালে উঠল নিউডিল্যান্ড। আর এই ম্যাচের পর ভারত-নামিবিয়া ম্যাচ শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়াল।

২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রানে শেষ হয় আফগানদের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে বোল্ট ৩টি ও সাউদি ২টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৮.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১২৫ রান তুলে নেয়। ১১ বল বাকি থাকতে ৮ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড।