আজ ফাইনালে কে এগিয়ে? চোখ বুলিয়ে নিন পরিসংখ্যানে

(Photo by Gareth Copley-ICC/ICC via Getty Images)

আজ টি-২০ বিশ্বকাপের ফাইনাল। যে দুটো টিম ফাইনালে উঠেছে অন্তত বিশ্বকাপ শুরুর আগে এই দুটো টিম ফাইনাল খেলতে পারে কোনও বিশেষজ্ঞই এটা ধারণা করতে পারেননি। তবে এই প্রথম কোনও নতুন দলের হাতে ট্রফি উঠবে।

Advertisement
Advertisement

তবে দুটো দলের কাছেই ফাইনালে ওঠার রাস্তাটা সহজ ছিল না। নিউজিল্যান্ডকে পাকিস্তানের কাছে হারার পর ভারতের মতো টিমকে হারাতে হয়েছে। যে ম্যাচ কার্যত কোয়াটার ফাইনাল ছিল। অন্যদিকে, অস্ট্রেলিয়ারও বিশ্বকাপের আগে দলগত পারফরম্যান্স একেবারেই ভালো  ছিল না। কিন্তু টি-২০ বিশ্বকাপ যত এগিয়েছে ততই ছন্দে ফিরেছে অ্যারন ফিঞ্চের দলকে।

নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া- দুই টিমের কাছেই টি-টোয়েন্টি বিশ্বকাপ অধরা। অজিরা তাও ফাইনালে উঠেছিল। নিউজিল্যান্ড শেষ চারের গণ্ডিই কখনও টপকাতে পারেনি। এই প্রথম বার তারা ফাইনালে উঠল। ফাইনালে কারা সাফল্য পাবে? জয় ছিনিয়ে নিতে পারবে? চলছে তুল্যমূল্য বিশ্লেষণ।

দেখে নিন হেড টু হেড লড়াইয়ের পরিসংখ্যান:

১) টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এর আগে মাত্র এক বার মুখোমুখি হয়েছে। সেই ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়া।

২) তবে সব টুর্নামেন্ট এবং সিরিজ মিলিয়ে মোট ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে এই দুই দল। অস্ট্রেলিয়া ৯টি জিতেছে। ৫টি ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড।

৩) কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ সর্বোচ্চ মোট ২৫১ রান করেছেন। আর নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল অজিদের বিরুদ্ধে মোট ৪৩৫ রান করেছেন।

৪) বোলারদের মধ্যে আবার কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নিয়েছেন অ্যাস্টন আগর। মোট ১৩টি উইকেট নিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের ইশ সোধি আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট ১৬টি উইকেট নিয়েছেন।