টি-২০ বিশ্বকাপ ২০২২, ম্যাচ ১৬: ভারত বনাম পাকিস্তান, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

টি-২০ বিশ্বকাপে দুটি দল ৬বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত জিতেছে ৫টি ম্যাচ

Indian Team. (Image Source: Twitter/BCCI)

প্রিভিউ

২৩শে অক্টোবর, রবিবার, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও পাকিস্তান তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ অভিযান শুরু করবে। মেলবোর্নে বৃষ্টির পূর্বাভাসের কারণে খেলা হওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও দুই দলের সমর্থকদের মধ্যে ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ম্যাচের এক দিন আগে ফাখার জামানের না খেলার কথা জানানো হয়েছে পাকিস্তান দলের পক্ষ থেকে।

Advertisement
Advertisement

এশিয়া কাপের বিপর্যয়ের পরে ভারত ঘরের মাঠে দুটি টি-২০ সিরিজ খেলেছে এবং অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা উভয় দলকেই ২-১ ব্যবধানে পরাজিত করে ভালো ফর্ম নিয়ে অস্ট্রেলিয়ায় খেলতে নামছে। জসপ্রিত বুমরাহর পরিবর্ত কে হবেন তা নিয়ে অনেক জল্পনা থাকলেও শেষ অবধি মহম্মদ শামিকে বেছে নেওয়া হয়েছে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনি নজর কেড়েছেন।

অন্যদিকে, পাকিস্তান নিউজিল্যান্ডে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ জিতে এলেও সম্প্রতি চোট সমস্যায় জর্জরিত। প্র্যাক্টিসের সময় শান মাসুদ মাথায় চোট পাওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে এবং ২২শে অক্টোবর জানানো হয়েছে ফাখারও ভারতের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না। দলের মিডল অর্ডার ভালো ছন্দে নেই। তবে শাহীন শাহ আফ্রিদি ফিরে আসায় তাদের বোলিং অত্যন্ত শক্তিশালী দেখাচ্ছে।

পিচ রিপোর্ট

মেলবোর্নের পিচ ব্যাটিং সহায়ক হবে। বোলাররা ইনিংসের শুরুর দিকে সাহায্য পেলেও পরের দিকে রান করার জন্য পিচ সহজ হয়ে উঠবে। তবে গত কয়েক দিন বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ভারী থাকবে এবং খুব বড় স্কোর তোলা সম্ভব নাও হতে পারে। প্রথমে ব্যাটিং করা দল ১৬৫-র কাছাকাছি স্কোর করতে পারলে লড়াইয়ে থাকবে।

সম্ভাব্য একাদশ

ভারত

রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং।

পাকিস্তান

বাবর আজম, (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), হায়দার আলি, ইফতিখার আহমেদ, মহম্মদ নাওয়াজ, আসিফ আলি, শাদাব খান, মহম্মদ ওয়াসিম, হারিস রউফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

রোহিত শর্মা – সাম্প্রতিক ম্যাচগুলিতে পাওয়ারপ্লেতে অতিরিক্ত আগ্রাসন নিয়ে ব্যাটিং করছেন এবং বৃষ্টির কারণে ম্যাচ সংক্ষেপিত হলে তাঁর আগ্রাসন কাজে আসতে পারে। এই বছর ১৪২.৪৮ স্ট্রাইক রেটে ৫৪০ রান করেছেন।

বাবর আজম – পাকিস্তানের হয়ে টি-২০তে ৩০০০-এরও বেশী রান করা বাবর এশিয়া কাপের ব্যর্থতা দূরে সরিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন এবং নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ৫ ইনিংসে ১৯২ রান সংগ্রহ করেন।

অলরাউন্ডার 

অক্ষর প্যাটেল –  রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে স্পিন বোলিং অলরাউন্ডার হিসাবে ভরসা যুগিয়েছেন। ২০২২-এ ১৭ ম্যাচে ১৮ উইকেট নেওয়া পাশাপাশি ব্যাট হাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

মহম্মদ নাওয়াজ – ব্যাটিং, বোলিং উভয় বিভাগেই এই মুহূর্তে অনবদ্য ফর্মে আছেন। এই বছর ১৩৭.৫০ স্ট্রাইক রেটে রান করার পাশাপাশি ১৯ উইকেট নিয়েছেন ৭.৭৪ ইকোনমি রেটে।

বোলার

আর্শদীপ সিং – জসপ্রিত বুমরাহর অনুপস্থিতিতে ভারতের নির্ভরযোগ্য ডেথ বোলার হয়ে উঠেছেন। জুলাইয়ে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন ১৯.৭৮ গড়ে।

শাহীন শাহ আফ্রিদি – শেষবার বাঁ-হাতি পেসার যখন ভারতের মুখোমুখি হয়েছিলেন তখন তিনি ম্যাচের সেরা হন। চোটের কারণে এই বছর মাত্র একটি টি-২০ খেললেও বাঁ-হাতি পেসারদের বিরুদ্ধে ভারতের দুর্বলতাকে কাজে লাগানোর দক্ষতা ভালোমতোই আছে আফ্রিদির।

উইকেটকিপার 

মহম্মদ রিজওয়ান – টি-২০ ব্যাটার র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে থাকা রিজওয়ানের মতো এতোটা ধারাবাহিকভাবে কোন ব্যাটারকে টি-২০র ইতিহাসে রান করতে দেখা যায়নি। এই বছর রিজওয়ান ১৮টি টি-২০ খেলে ৮২১ রান করেছেন ৫৪.৭৩ গড়ে।

ভারত বনাম পাকিস্তান ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, বাবর আজম, সূর্যকুমার যাদব, মহম্মদ নাওয়াজ, হার্দিক পান্ডিয়া, শাদাব খান, অক্ষর প্যাটেল, মহম্মদ ওয়াসিম, আর্শদীপ সিং, শাহীন শাহ আফ্রিদি (সহ-অধিনায়ক)