টি-২০ বিশ্বকাপ ২০২২, ম্যাচ ১৪: আফগানিস্তান বনাম ইংল্যান্ড, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

দুটি দল দুবার মুখোমুখি হয়েছে এবং দুটি ক্ষেত্রেই জয়ী হয়েছে ইংল্যান্ড

Team England
Team England. (Photo by Mark Evans/Getty Images)

প্রিভিউ

শক্তিশালী টি-২০ র‌্যাঙ্কিংয়ের কারণে ইংল্যান্ড ও আফগানিস্তান স্বয়ংক্রিয়ভাবে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এর সুপার ১২ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং ২২শে অক্টোবর শনিবার পার্থের অপ্টাস স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবে। এর আগে দুই দল দুটি ম্যাচে মুখোমুখি হয়েছিল এবং ইংল্যান্ড জয়ী হয় দুটি ম্যাচেই।

এই ম্যাচটি জেতার ক্ষেত্রেও ইংল্যান্ড ফেভারিট, তবে এশিয়া কাপ ২০২২-এর গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারানো আফগানিস্তানকে কোনভাবেই হালকাভাবে নেওয়া যায় না। ইংল্যান্ড দলে চোট আঘাতের কিছু সমস্যা থাকলেও পূর্ণ শক্তির দল নামাতে তাদের অসুবিধা হবে না। চোটের কারণে লিয়াম লিভিংস্টোন না খেললে অতিরিক্ত পেসার নিয়ে নামতে পারে ইংল্যান্ড।

অন্যদিকে, মহম্মদ নবির নেতৃত্বাধীন আফগানিস্তান বেশ গোছানো দল। এশিয়া কাপের একাদশ থেকে কিছু খেলোয়াড় বাদ পড়েছেন এবং পরিবর্তে দারউইশ রাসুলির মতো নতুন মুখ এসেছে। অস্ট্রেলিয়ার পিচ পেস সহায়ক হলেও উচ্চমানের আফগান স্পিনাররা যে কোন পিচেই ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। আফগান ব্যাটাররা বড় স্কোর খাড়া করতে পারলে আফগানিস্তান লড়াইয়ে থাকবে।

পিচ রিপোর্ট

পেসাররা শুরুতে ভালো সহায়তা আশা করতে পারে, তবে খেলা যত এগোবে তত ব্যাটিং সহজ হয়ে আসবে। টসজয়ী অধিনায়ক প্রথমে ব্যাটিং করার কথা ভাবতে পারেন। প্রথম ইনিংসে ১৭০-এর কাছাকাছি রান ওঠার সম্ভাবনা।

সম্ভাব্য একাদশ

আফগানিস্তান

রহমানউল্লাহ্‌ গুরবাজ (উইকেটকিপার), হাজরাতউল্লাহ্‌ জাজাই, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, নাজিবউল্লাহ্‌ জাদরান, মহম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, ফারিদ আহমাদ, মুজিব-উর-রহমান, নাভিন-উল-হক, ফজল হক ফারুকী।

ইংল্যান্ড

অ্যালেক্স হেলস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), ডাউইড মালান, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

হাজরাতউল্লাহ্‌ জাজাই – বিধ্বংসী ওপেনার সাম্প্রতিক কিছু ম্যাচে বড় রান না পেলেও পাওয়ারপ্লেতে তিনি আফগানিস্তানকে ঝোড়ো সূচনা এনে দেওয়ার ক্ষমতা রাখেন। ১৩৮.৯২ স্ট্রাইক রেটে রান করা হাজরাতউল্লাহ্‌ টি-২০ বিশ্বকাপে ফর্মে ফিরতে চাইবেন।

অ্যালেক্স হেলস – ইংল্যান্ডের জাতীয় দলে তিন বছর পরে ফেরা হেলস দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং বিগত কয়েকটি বিগ ব্যশ লিগে খেলার অভিজ্ঞতা তিনি অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-২০ বিশ্বকাপে কাজে লাগাতে চাইবেন। প্রত্যাবর্তনের পর থেকে হেলস ১৪৩.৪২ স্ট্রাইক রেটে ২১৮ রান করেছেন দুটি হাফ সেঞ্চুরিসহ।

অলরাউন্ডার 

মহম্মদ নবি –  টি-২০ অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নবি চার ওভার বোলিং করার পাশাপাশি ব্যাট হাতেও বিস্ফোরক হয়ে উঠতে পারেন। পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৩৭ বলে ৫১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

স্যাম কারান – শেষ ছটি টি-২০ ইনিংসের একটিতেও উইকেটহীন থাকেননি বাঁ-হাতি পেসার। ২০২২-এ ১২ উইকেট নেওয়ার পাশাপাশি ৫৫ রান করেছেন।

বোলার

রশিদ খান – বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলার বিপুল অভিজ্ঞতা থাকা লেগ স্পিনার বর্তমানে আইসিসি বোলার র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। এই বছর ১৫টি টি-২০ ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়েছেন ২৪.৩৩ গড়ে।

মার্ক উড – চোট কাটিয়ে ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা উড আগুনে পেসে বোলিং করছেন এবং নিয়মিত ১৫০+ কিমি/ঘণ্টা বেগে ডেলিভারি করতে দেখা যাচ্ছে তাঁকে। গত চারটি ম্যাচে ৯ উইকেট নিয়েছেন উড।

উইকেটকিপার 

জস বাটলার – টি-২০ ব্যাটার র‍্যাঙ্কিংয়ে ১৭তম স্থানে থাকা বাটলার চোটের কারণে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে না খেললেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে দুটি হাফ সেঞ্চুরি করে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।

আফগানিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

অ্যালেক্স হেলস (অধিনায়ক), হাজরাতউল্লাহ্‌ জাজাই, ইব্রাহিম জাদরান, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, মহম্মদ নবি (সহ-অধিনায়ক), স্যাম কারান, রশিদ খান, ক্রিস ওকস, মার্ক উড, মুজিব-উর-রহমান।