সূর্যকুমার যাদবের রানের ঝড়ে খরকুটোর মতো উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

Suryakumar Yadav
Suryakumar Yadav. ( image source: twitter )

প্রথম দুই ম্যাচে তিনি পারেননি। তাঁকে দিয়ে ওপেনিং করানো নিয়েও নানান কথাবার্তা হয়েছিল। কিন্তু সূর্যকুমার যাদব যে কেরিয়ারের সেরা ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফের একবার জ্বলে উঠসে সূর্যকুমার যাদব। আর তাতেই শেষ খরকুটোর মতো উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ বাহিনী। সূর্যর ধোডো ইনিংসে ৭ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে ফের একবার এগিয়ে গেল ভারত। ব্যাট হাতে ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেললেন সূর্যকুমার যাদব।

সূর্যকুমারকে দিয়ে ওপেনিং না করানোর পরকামর্শই এই কদিন ধরে দিচ্ছিলেন সকলে। চার নম্বর পজিশনেই তাঁরে রাখার কথা  শোনাযাচ্ছিল সকলের মুখে। কিন্তু সূর্যকুমার যাদব যে দলের হয়ে যেকোনও পরিস্থিতিতেই ব্যাটিং করতে প্রস্তুত রয়েছেন তা বুঝিয়ে দিলেন তিনি। তাঁর দাপটেই তো এদিন ক্যারিবিয়ান বোলাররা ভারতের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারলেন না। আফসোস শুধু একটাই কেরিয়ারের দ্বিতীয় টি টোয়েন্টি সেঞ্চুরীটা পেলেন না তিনি।

৭৬ রান করে ম্যাচের নায়ক সূর্যকুমার যাদব

গতম্যাচে লড়াই করলেও শেষপর্যন্ত হেরে গিয়েছিল ভারত। এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল ভারতীয় দল। টস জিতে সেজন্যই বোধহয় প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। লক্ষ্যটা ছিল ওয়েস্ট ইন্ডিজকে কম রানের মধ্যে শেষ করে দেওয়া। যদিও মেয়ার্স এবং কিং কিন্তু শুরুটা খুব একটা খারাপ করেনি। ওপেনিং পার্টনারশিপ ৫৭ রানের ইনিংস খেলে। কিং অবশ্য ফিরে যান ২০ রানে। তবে কাইল মেয়ার্স এদিন দুরন্ত ফর্মে ছিলেন।

তিনি না থাকলে, ওয়েস্ট ইন্ডিজ ১০০ রানের গন্ডী টপকাতে হয়ত পারত না। ভারতীয় বোলারদের উইকেট তুলতে অসুবিধা হলেও, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ঝড়ের গতিতে রানও করতে পারেননি। মেয়ার্স ৫০ বলে ৭৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন। সেই সময় ওয়েস্ট ইন্ডিজের রান ১২৮। শেষের দিকে শিমরন হেটমায়ার ও রভম্যান পাওয়েলের পাওয়ার হিটিংই ওয়েস্ট ইন্ডিজকে ১৬৪ রানে পৌঁছে দেয়। লড়াই করার জন্য যথেষ্ট রান।

কিন্তু জয়ের সরণীতে ফিরতে ভারতীয় ব্যাটাররা বিশেষ অপেক্ষা করতে রাজী ছিলেন না। তবে রোহিত শর্মা কিন্তু বড় রান করতে পারেননি। চোট পেয়ে ভারতের ব্যাটিং শুরুর কিছুক্ষণের মধ্যেই রিটায়ার হার্ট হয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। কিন্তু ভারতের জয় পেতে খুব একটা অসুবিধা হয়নি। কারণ সূর্যকুমার যাদব এদিন ভয়ঙ্কর মেজাজে ছি্লেন।  ওয়েস্ট ইন্ডিজের কোনও বোলারই তাঁকে আটকাতে পারেনি এদিন। ৪৪ বলে ৭৬ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে সাজঘরে ফেরেন সূর্যকুনার যাদব। তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে ৮টি বাউন্ডারি ও ৪টি ওবার বাউন্ডারি।

সূর্যকুমার যাদব যখন সাজঘরে ফেরেন সেই সময় ভারতের রান ১৩৫। জয় পাওয়াটা তখন শুধুই সময়ের অপেক্ষা। ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়ার হাত ধরে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।