আসন্ন আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে অধিনায়কের ভূমিকায় দেখা যেতে পারে সূর্যকুমার যাদবকে

Suryakumar Yadav
Suryakumar Yadav. (Photo Source: Twitter)

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলছে ভারতীয় দলের। এরপরই আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় শিবির। যদিও সেখানে ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ারই পরিকল্পনা রয়েছে নির্বাচকদের। সেখানেই শোনাযাচ্ছে এবার হার্দিক পান্ডিয়া এবং শুভমন গিলকেও বিশ্রাম দেওয়া হতে পারে। সেই থেকেই শুরু হয়েছে নানান গুঞ্জন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কে তা নিয়েই নানান  হিসাব নিকাশ চলছিল। সেখানেই এবার সূর্যকুমার যাদবের নাম শোনাযাচ্ছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন তিনি।

সবকিছু ঠিকঠাক চললে এই আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই ভারতীয় দলে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ। প্রায় এক বছরেরও বেশী চোটের জন্য ভারতীয় দলের বাইরে রয়েছেন এই তারকা পেসার। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। শোনাযাচ্ছিল জসপ্রীত বুমরাহ পিরলে নারকি এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন তিনি। কিন্তু তেমনটা হচ্ছে না এবার.। এই মুহূর্তে হার্দিক পান্ডিয়ার ডেপুটি সূর্যকুমার য়াদবের ওপরই নেতৃত্বের ভার তুলে দিতে চলেছে ভারতীয় দলের নির্বাচকরা। সূর্যকুমার যাদব নতুন দায়িত্ব পেয়ে কেমন খেলেন সেটাই দেখার।

আইপিএলের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই নামতে চলেছেন সূর্যকুমার য়াদব

ভারতীয় দলের হয়ে সাদা বলের ফর্ম্যাটে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন সূর্যকুমার যাদব। এবারের বিশ্বকাপের মঞ্চেও যে ভারতীয় দলের অন্যতম সদস্য হবেন তিনি তা বলার অপেক্ষা রাখে না। আইপিএলের মঞ্চে এবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত পারপরম্যান্স দেখিয়েছিলেন সূর্যকুমার যাদব। আইপিএলে এবার তাঁর হাত ধরেই প্লেঅপের ম়্চে পৌঁছেছিল মুম্বই ইন্ডিয়ান্স।  যদিও আইপিএলের পর থেকে আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি সূর্যকুমার যাদবকে। এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই একদিন ও টি টোয়েন্টি সিরিজে খেলবেন সূর্যকুমার যাদব।

ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের পৌঁছে গিয়েছেন সূর্যকুমার সেখনে তিনটি ওডিাই ম্যাচ খেলার পাশাপাসি পাঁচটি টি টোয়েন্টি ম্যাচও খেলবেন এই তারকা ক্রিকেটার। সেখানেই টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন হার্দিক পান্ডিা এবং সহ অধিনায়কের ভূমিকায় দেখা যাবে সূর্যকুমার যাদবকে। সেই সূর্যকুমার যাদবের কাঁধেই এবার উঠবে ভারতীয় দলের অধিনায়কের দয়িত্ব।

আগামী অগস্ট মাসে শুরু হতে চলেছে টি টোয়েন্টি সিরিজ। সেখানেই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেখানে হার্দিক পান্ডিয়াকেও বিশ্রাম দেওয়া হতে পারে। সূর্যকুমার যাদবকেই এবার দেখা যেতে পারে অধিনায়কের দায়িত্বে।