বিশ্বকাপে সূর্যকুমার ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, মনে করছেন অস্ট্রেলিয়ার কোচ

Suryakumar Yadav
Suryakumar Yadav. ( Photo Source: BCCI/Twitter )

সিরিজে এগিয়ে থেকেও শেষপর্যন্ত ভারতেরকাছে হারতেই হয়েছে অস্ট্রেলিয়াকে। রবিবারসিরিজ নির্ণায়ক ম্যাচে ভারতের বিরুদ্ধে নেমেছিল অজি বাহিনী। সেখানেই ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। আর তাতেই অস্ট্রেলিয়ার বিরাট রান তাড়া করে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। ম্যাচ শেষে ভারতের সূর্যকুমার যাদবের প্রশংসাতেই পঞ্চমুখ অস্ট্রেলিয়া দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তাঁর মতে আসন্ন বিশ্বকাপে ভয়ঙ্কর ক্রিকেটার হয়ে উঠতে চলেছেন সূর্যকুমার যাদব।

রবিবার টস জিতে অস্ট্রেলিয়াকেই প্রথমে ব্যাটিং.ের সুযোগ দিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেখানে ক্ামেরণ গ্রীন যেমন দুর্ধর্ষ ফর্মে ছিলেন। তেমনই শেষ মুহূর্তে ব্যাটিং করতে নেমে নিজের বিধ্বংসী ফর্মের পরিচয় দিয়েছিলেন টিম ডেভিডও। তাঁর অসাধারণ পারফরম্যান্সের সৌদন্।েই শেষপর্যন্ত অস্চ্রেলিয়া ১৮৬ রানে পৌঁছে গিয়েছিল।সিরিজ জয়ের মঞ্চে এই রান তাড়া করা যে কতটা চ্যালেঞ্জের একটা বিষয়তা বলার অপেক্ষা রাখে না। সেই পরিস্থিতিতেই ব্যাট হাতে অসাধারণ একটা লড়াই করেছিলেন সূর্যকুমার যাদব। আর তাতেই এসেছিল সাফল্য।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৯ রানের ইনিংস খেলেছেন সূর্যকুমার যাদব

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলও কিন্তু ব্যাট হাতে শুরুটাযে খুব একটা ভালভাবে করেছিল তেমংনটা নয়। বরং প্রথমেই রোহিত শর্মা এবং লোকেশ রাহুল সাজঘরে ফিরে গিয়ে ভারতের তাপ অনেকটা বাড়িয়ে দিয়েছিলেন। যদিও সেই জায়গা থেকেই হাল ধরেছিলেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে বাইশগজে এক এসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তারা।

আর সেটা দেখে যেমন হায়দরাবাদের স্টেডিয়ামের গ্যালারীতে থাকা অসংখ্য সমর্থক মুগ্ধ হয়েছিলেন, তেমনই মুগ্ধ হয়েছেন খোদ অস্চ্রেলিার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তাঁর মতে এই সূর্যকুমার যাদব এবার অস্ট্রেলিয়ার মাটিতে ভয়ঙ্কর ক্রিকেটার হয়ে উঠতে চলেছেন। এই প্রসঙ্গে ম্যাচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, “সূর্যকুমার যাদব এদিন দুর্ধর্ষ ফর্মে ছিলেন। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি যে কতটা ভয়ঙ্কর ক্রিকেটার হয়েউঠতে পারেন, তার পরিচয় এদিনই খানিকটা দিয়েদিলেন”।

বিরাট কোহলির সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৪ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন সূর্যকুমার যাদব। আর তাতেই যে অস্ট্রৈেলিয়ার বিরুদ্ধে ভারতের জয়ের রাস্তাটাও তৈরি হয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। অজিদের বিরুদ্ধে এই ম্যাচেই ৬৯ রানের দুর্ধর্ষ ইনিংসও খেলেছিলেন সূর্যকুমার যাদব।

তাঁর ব্যাটে রান না পাওয়াটা অনেককেই খানিকটা চিন্তায় ফেলে দিচ্ছিল। যদিও শেষপর্যন্ত সূর্যকুমার যাদবের রানে ফেরায়  বেশ স্বস্তিতে এবার ভারতীয় টিম ম্যানেজমেন্ট।