আইপিএল ২০২৪-এ লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হওয়ার ইঙ্গিত দিলেন সুরেশ রায়না

Suresh Raina
Suresh Raina. (Photo Source: Instagram)

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসে (এলএসজি) মেন্টর হিসেবে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। উল্লেখযোগ্যভাবে, সুরেশ রায়না হলেন উত্তরপ্রদেশের বাসিন্দা। ভারত এবং চেন্নাই সুপার কিংস (সিএসকে) উভয়ের জন্যই তিনি একজন কিংবদন্তি ক্রিকেটার ছিলেন।

২০২২ সালের সংস্করণের পর আইপিএল থেকে অবসর নিয়েছিলেন সুরেশ রায়না। মেগা নিলামে তিনি কোনো ফ্র্যাঞ্চাইজিকে আকৃষ্ট করতে পারেননি। তারপরেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন ৩৭ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেটার। অবসরের পর তাকে ধারাভাষ্যকার হিসেবে কাজ করতে দেখা গেছে।

সম্প্রতি, একটি টুইটে সুরেশ রায়নার উত্তর ক্রিকেট ভক্তদের নজর কেড়েছে। একজন টুইটার ব্যবহারকারী দাবি করেছেন যে তার লখনউ সুপার জায়ান্টসে মেন্টর হিসেবে যোগ দেওয়ার খবর সত্যি নয়। এই টুইটটির উত্তরে রায়না লিখেছেন, “কেন? তোমার খবর সব সময় সঠিক হতে পারে না?”

আইপিএল ২০২২ এবং ২০২৩-এ লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের ভূমিকা পালন করেছিলেন গৌতম গম্ভীর। তবে আইপিএল ২০২৪-এর আগে তিনি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) মেন্টর হিসেবে যোগ দিয়েছেন। উল্লেখযোগ্যভাবে, ২০১২ এবং ২০১৪ সালের আইপিএল মরসুমে গৌতম গম্ভীরের নেতৃত্বে ট্রফি জিতেছিল কেকেআর।

আইপিএলে সুরেশ রায়নার রেকর্ড খুবই ভালো

আইপিএলে সুরেশ রায়না ২০৫টি ম্যাচ খেলে ৫৫২৮ রান করতে সক্ষম হয়েছিলেন। তিনি এই রান ৩২.৫২ গড় এবং ১৩৬.৭৬ স্ট্রাইক রেটের সাথে করেছিলেন। তার নামে ৩৯টি অর্ধশতরান এবং ১টি শতরান রয়েছে।

উল্লেখযোগ্যভাবে, আইপিএল ২০১৬ এবং ২০১৭-তে গুজরাট লায়ন্সকে নেতৃত্ব দিয়েছিলেন সুরেশ রায়না। ২০১৬ সালে তার নেতৃত্বে প্লে-অফ পর্যন্ত পৌঁছতে পেরেছিল গুজরাট লায়ন্স। এই প্রাক্তন বাঁ-হাতি ব্যাটার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসের হয়ে চারটি আইপিএল ট্রফি জিতেছিলেন।

সুরেশ রায়না প্ৰথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সবকটি ফরম্যাটে শতরান করেছিলেন। তিনি ২০১১ সালের ওডিআই বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অংশ ছিলেন। সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে ব্যাট হাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ২৮ বলে অপরাজিত ৩৪ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। এরপর, সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৩৯ বলে অপরাজিত ৩৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন এই প্রাক্তন ভারতীয় ব্যাটার। শেষমেশ আইপিএল ২০২৪-এ তিনি এলএসজি দলের মেন্টর হন কিনা সেটাই এখন দেখার বিষয়।