ব্রায়ান লারাকে বিদায় জানাল সানরাইজার্স হায়দ্রাবাদ, নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন ড্যানিয়েল ভেট্টোরি

Brian Lara and Daniel Vettori
Brian Lara and Daniel Vettori. (Photo Source: Twitter)

৭ই আগস্ট, সোমবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ব্রায়ান লারাকে বিদায় জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, আইপিএল ২০২২-এর আগে লারা ব্যাটিং কোচ এবং কৌশলগত উপদেষ্টা হিসাবে এসআরএইচে যোগ দিয়েছিলেন। এরপর তিনি আইপিএল ২০২৩-এর আগে প্রধান কোচ হিসাবে টম মুডির স্থলাভিষিক্ত হন।

সানরাইজার্স হায়দ্রাবাদ গত দুই সংস্করণে ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেনি। ২০২২ সালের মরসুমে এসআরএইচ ১৪টি ম্যাচ খেলেছিল এবং তার মধ্যে মাত্র ৬টি ম্যাচে জয় পেতে সক্ষম হয়েছিল। সেই মরসুমে তারা পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে শেষ করেছিল। এর পরের মরসুমে অর্থাৎ আইপিএল ২০২৩-এ প্রধান কোচ লারার তত্ত্বাবধানে তারা ১৪টি ম্যাচ খেলে মাত্র ৪টি ম্যাচে জয় পেয়েছিল। এই মরসুমের পয়েন্ট তালিকায় সবার নীচে শেষ করেছিল এসআরএইচ।

সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ব্রায়ান লারার প্রস্থানের খবর ঘোষণা করেছে এবং লিখেছে, “যেহেতু ব্রায়ান লারার সাথে আমাদের ২ বছরের সম্পর্ক শেষ হয়ে গেছে, সেহেতু আমরা তাকে বিদায় জানাচ্ছি। সানরাইজার্সে আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আপনার ভবিষ্যত প্রচেষ্টার জন্য আপনাকে শুভকামনা জানাই।”

অন্যদিকে, ব্রায়ান লারার বদলি হিসেবে নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরির নাম ঘোষণা করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) প্রধান কোচের ভূমিকায় অধিষ্ঠিত থাকা ভেট্টোরির কোচিংয়ের ক্ষেত্রে বিশাল অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০২২ সালের মে মাস থেকে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্বও পালন করছেন।

আইপিএল ২০২০-এর পর আর প্লেঅফসে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদ

আইপিএল ২০২১ থেকে শুরু করে আইপিএল ২০২৩ পর্যন্ত খুব একটা নজরকাড়া পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদ। ২০১৩ সালের আইপিএলে অভিষেক করার পর ২০২১ সালের আইপিএলে প্রথমবারের জন্য পয়েন্ট তালিকায় একবারে নীচে শেষ করেছিল এসআরএইচ। সেই মরসুমে ডেভিড ওয়ার্নার প্ৰথম ৮টি ম্যাচে এসআরএইচকে নেতৃত্ব দিয়েছিলেন এবং এরপর তাকে বসিয়ে দেওয়া হয়েছিল।

২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে এসআরএইচ তাদের প্রথম আইপিএল শিরোপা জিতেছিল। ২০১৫, ২০১৭ এবং ২০১৯ সালের মরসুমে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন ওয়ার্নার। তার নেতৃত্বে এসআরএইচ ২০১৬, ২০১৭, ২০১৮ এবং ২০২০ সালের মরসুমে প্লেঅফসে পৌঁছেছিল।

আইপিএল ২০২৪ এসআরএইচের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এডেন মার্করাম এবং ড্যানিয়েল ভেট্টোরির তত্ত্বাবধানে এসআরএইচ দ্বিতীয়বারের জন্য ট্রফি জিততে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।