সিডনিতে চতুর্থ টেস্টে ফেরানো হল স্টুয়ার্ট ব্রডকে

১৫০ টেস্টে ৫২৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারী ব্রড

Stuart Broad. (Photo by Mark Brake – CA/Cricket Australia via Getty Images)

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৫ই জানুয়ারি বুধবার থেকে শুরু হতে চলা চতুর্থ অ্যাশেজ টেস্টের জন্য ইংল্যান্ড তাদের প্রথম একাদশ ঘোষণা করেছে। ফাস্ট বোলার অলি রবিনসনকে বাদ দেওয়া হয়েছে। অলরাউন্ডার ক্রিস ওকসের  মতো রবিনসনেরও কাঁধে চোট এবং সহকারী কোচ গ্রাহাম থর্প চাননি এসসিজি টেস্টের দলে তাঁদের অন্তর্ভুক্ত করা হোক। রবিনসন বর্তমানে এই সিরিজে ইংল্যান্ডের শীর্ষ উইকেট শিকারী। তিনটি ম্যাচে ২৬ গড়ে মোট নয়টি উইকেট নিয়েছেন। রবিনসনের পরিবর্তে স্টুয়ার্ট ব্রডকে দলে ফেরানো হয়েছে। 

Advertisement
Advertisement

“আমাদের মনে হয়েছিল যে দুজন ক্রিকেটার চোট বহন করছেন তাদেরকে নামানো ঝুঁকিপূর্ণ হতে পারে। সুতরাং, স্টুয়ার্টকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে,” থর্প বিবৃতি দিয়েছেন। জেমস অ্যান্ডারসন, মার্ক উড এবং বেন স্টোকস হলেন পেস বোলিংয়ে বাকি বিকল্প, একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন জ্যাক লিচ। 

ব্রিসবেন ও মেলবোর্ন টেস্টে উপেক্ষিত হওয়ায় হতাশ দেখিয়েছে স্টুয়ার্ট ব্রডকে

ব্রড ডে নাইট অ্যাডিলেড টেস্টের অংশ ছিলেন, কিন্তু ব্রিসবেন ও মেলবোর্ন টেস্টে খেলেননি। ২০০৭ সালে অভিষেকের পর থেকে এই ৩৫ বছর বয়সী পেসার ১৫০ ম্যাচে ৫২৬টি উইকেটসহ ইংল্যান্ডের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী।

নটিংহ্যামে জন্ম নেওয়া ব্রড এর আগে সিরিজের প্রথম ও তৃতীয় টেস্ট ম্যাচে সুযোগ না পেয়ে হতাশা প্রকাশ করেছিলেন। “একজন ওবল-সিম বোলার হিসাবে, আমি মনে করি অস্ট্রেলিয়ার সেরা দুটি ওবল-সিম পিচে বোলিং করা থেকে আমি বঞ্চিত হয়েছি। এই সফরে মাত্র একবার খেলাটা খুবই হতাশাজনক, এবং এতে আমার ব্যক্তিগত প্রত্যাশা পূরণ হয়নি,” ব্রড বলেছেন। 

“সবচেয়ে বড় হতাশা হল অ্যাশেজ হারা, ৩-০ ব্যবধানে হেরে গেছি এবং মনে হচ্ছে আমি সত্যিই কিছুই করিনি। একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে সিরিজের অংশ হয়েও একটি সিরিজকে প্রভাবিত করতে সক্ষম না হতে পারা হতাশাজনক,” তিনি বলেছেন।  

“আমার মনে হয়েছে যে ব্রিসবেন ও মেলবোর্নের চেয়ে উইকেট নেওয়ার ভালো সুযোগ আমি আর পাব না,” শেষে বলেছেন ব্রড।

ইংল্যান্ড বর্তমানে পাঁচ ম্যাচের সিরিজে ০-৩ ব্যবধানে পিছিয়ে আছে, এবং তিনটি ম্যাচে একবারও দেখে মনে হয়নি তারা জিততে পারে। বক্সিং ডে টেস্টে ইনিংস ও ১৪ রানে বিপর্যস্ত হয়েছে তারা।

ইংল্যান্ড একাদশ

হাসিব হামিদ, জ্যাক ক্রলি, ডাউইড মালান, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, জনি বেয়ারস্টো, জস বাটলার, মার্ক উড, জ্যাক লিচ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।