“এখনও অনেক কিছু প্রমাণ করার আছে” – ভারতের টেস্ট দলে শ্রেয়াস আইয়ারের জায়গা নিয়ে অনিশ্চিত আকাশ চোপড়া
আপডেট করা - Jul 4, 2023 3:49 pm
শ্রেয়াস আইয়ার চোটের কারণে অনেকদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন। তিনি আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও খেলতে পারবেন না। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালেও খেলতে পারেননি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া মনে করছেন যে শ্রেয়াস আইয়ার টেস্ট ক্রিকেটের জন্য এখনও পুরোপুরিভাবে তৈরি নন।
শ্রেয়াস আইয়ার এখনও পর্যন্ত ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং ৬৬৬ রান করেছেন। তার গড় এবং স্ট্রাইক রেট হল যথাক্রমে ৪১.৬ এবং ৬৫.৮।
নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে আকাশ চোপড়া বলেন, “শ্রেয়াস আইয়ার ভালো খেলোয়াড়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেকে সেঞ্চুরি করেছিলেন এবং দ্বিতীয় ইনিংসেও রান করেছিলেন। কিন্তু আমার মতে টেস্ট ব্যাটার হিসেবে শ্রেয়াস আইয়ারের এখনও অনেক কিছু প্রমাণ করার আছে। তিনি বাংলাদেশেও খুব ভালো খেলেছিলেন। তিনি খুব ভালো স্পিন খেলেন, এতে কোনো সন্দেহ নেই। তবে, দুটি জিনিস তার ক্যারিয়ারকে সংজ্ঞায়িত করতে পারে – শর্ট বলের বিরুদ্ধে তার খেলা এবং দ্বিতীয়টি হল সুইং বলের বিরুদ্ধে তার খেলা, সুইং বল এবং বাউন্সার বলের সামনে তাকে স্পষ্টভাবে অসুবিধার মধ্যে পড়তে দেখা যায়।”
“আমরা পরে অধিনায়কত্ব নিয়ে কথা বলব” – আকাশ চোপড়া
শ্রেয়াস আইয়ার ভবিষ্যতে টেস্ট ক্রিকেটে অধিনায়ক হবেন কিনা সেই ব্যাপারে এখনই কোনো কথা বলতে চাইছেন না আকাশ চোপড়া। তার মতে ভারতের টেস্ট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠার ক্ষেত্রে শ্রেয়াস আইয়ারের খানিকটা সময় লাগবে।
আকাশ চোপড়া বলেন, “যতক্ষণ পর্যন্ত না তিনি এই দুটি বিষয়ে দক্ষ হন, ততক্ষণ পর্যন্ত তার টেস্ট ক্যারিয়ার বিকশিত হবে কি না তা বলা কঠিন। তাই ভারতীয় টেস্ট দলের অধিনায়ক – এটা এত তাড়াতাড়ি বলাটা ঠিক হবে না। আমার মতে যদি ভারতের টেস্ট দলের স্থায়ী সদস্য হওয়ার ক্ষেত্রে শ্রেয়াস আইয়ারের কাছে এখনও সময় আছে।”
তিনি আরও বলেন, “একটি রায় এত তাড়াতাড়ি দিয়ে দেওয়া যাবে না কারণ তিনি এখনও এই ফরম্যাটে সবধরনের পরিস্থিতির মধ্যে খেলেননি। এই ব্যাপারে কোনও সন্দেহ নেই যে তিনি একদিনের ক্রিকেটে খুবই ভালো খেলেন তবে টেস্ট ক্রিকেটে তিনি এখনও পর্যন্ত যতই রান করুন না কেন, আমি মনে করি এই ফরম্যাটে জায়গা শক্ত করতে তার কিছুটা সময় লাগবে। আমরা পরে অধিনায়কত্ব নিয়ে কথা বলব।”