স্ট্যাটঃ দ্রুততম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ শিকার রশিদের, নজর রাখুন তাঁর পরিসংখ্যানে

মাত্র ২৩ বছরে এই কৃতিত্ব অর্জন আফগান স্পিন জাদুকরের

Rashid Khan
Rashid Khan. (Photo by Michael Steele-ICC/ICC via Getty Images)

আরও একটি ম্যাচ, আরও একটি মাইলফলক! রশিদ খানের সাফল্যের রথ ঝড়ের গতিতে এগিয়ে চলেছে। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার ১২-র ম্যাচে আফগানিস্তানের এই তারকা স্পিনার চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেট পেলেন। এই অভিজাত তালিকায় ডোয়েন ব্রাভো, সুনীল নারাইণ এবং ইমরান তাহিরের মতো বর্ষীয়ানরা আগেই জায়গা করে নিয়েছিলেন। তবে রশিদের কৃতিত্ব অন্য জায়গায়। টি-২০ খেলতে শুরু করার মাত্র সাত বছরের ব্যবধানে এই শিখর ছূঁলেন রশিদ। বর্তমানে তাঁর মাত্র ২৩ বছর বয়স। 

রশিদ খান – টি-টোয়েন্টির জাদুকর

বেশিরভাগ ক্রিকেটার এই বয়সে এসে তাঁদের পেশাদার কেরিয়ার শুরু করেন। কিন্তু রশিদ ইতিমধ্যেই এই ফর্ম্যাটের একজন কিংবদন্তি হয়ে উঠেছেন। যদি বলা হয় আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের দ্রুত উত্থানের পেছনে রশিদ ভূমিকা সবচেয়ে বেশি তাহলে খুব একটা অত্যুক্তি হবে না। এই লেগ-স্পিনার একের পর এক অবিস্মরণীয় স্পেলের দ্বারা আফগানিস্তানকে এনে দিয়েছেন অসংখ্য গৌরবময় জয়।

২০১৫ সালে তাঁর টি-টোয়েন্টি অভিষেক। সেখান থেকে বিশ্ব তারকা হয়ে উঠতে বেশি সময় নেননি রশিদ । দ্রুত গতির সঙ্গে বল ঘোরানোর ক্ষমতা রাখায় তিনি অল্প কয়েক দিনেই ব্যাটারদের ত্রাস হয়ে উঠেছিলেন। রশিদ টি-২০র সেই বিরল শ্রেণীর বোলারদের অন্যতম যাঁরা স্বল্প রানের বিনিময়ে নিয়মিত উইকেট নিতে পারেন। তাঁর কেরিয়ারের স্ট্রাইক রেট অসাধারণ, মাত্র ৬.৩৫। যাঁরা বলেন টি-টোয়েন্টিতে শুধু ব্যাটারেদের আধিপত্য তাঁদের ভুল প্রমাণ করে ছেড়েছে রশিদের ইকোনমি রেট। 

মার্টিন গাপ্টিলের স্টাম্প উপড়ে রশিদ আজ মাইলফলকে পৌঁছন। এই ফর্ম্যাটে মাত্র ২৮৯ ম্যাচে ৪০০ উইকেটে পৌঁছে রশিদ দ্রুততম বোলার হিসেবে এই কীর্তি অর্জন করলেন। 

টি-২০ ক্রিকেটে রশিদ খান: 

ম্যাচ উইকেট ইকোনমি রেট স্ট্রাইক রেট সেরা বোলিং
২৮৯ ৪০০ ৬.৩৫ ১৬.৫ ৫/৩

রশিদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের রেকর্ডও ঈর্ষণীয়। আন্তর্জাতিক ক্ষেত্রেও ব্যাটাররা তাঁর স্পিনের জাল থেকে মুক্তি পাননি। ১০০টি-টোয়েন্টি উইকেট নেওয়া চার বোলারের মধ্যে তিনি অন্যতম। বাকি তিনজন হলেন লাসিথ মালিঙ্গা, শাকিব আল হাসান ও টিম সাউদি।  

আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি টি-টোয়েন্টি লিগেও রশিদ যেকোন ফ্র্যাঞ্চাইজির একটি শক্তিশালী অস্ত্র। আইপিএলের টার্নিং পিচে ব্যাটারদের কুপোকাত করা থেকে শুরু করে অস্ট্রেলিয়ার বিবিএলে বাউন্সকে কাজে লাগানো, সব কলাতেই এই চতুর স্পিনার পারদর্শী। রশিদ যে ধারাবাহিকতার সাথে সাফল্য পাচ্ছেন তাতে তাঁর উইকেটসংখ্যা নিঃসন্দেহে অনেকগুণ বাড়বে।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রশিদ খান:

ম্যাচ উইকেট ইকোনমি রেট স্ট্রাইক রেট সেরা বোলিং

৫৬

১০৩

৬.১৯

১২.২

৫/৩

প্রধান টি-২০ লিগগুলিতে রশিদ খান: 

টূর্নামেন্ট ম্যাচ উইকেট ইকোনমি রেট স্ট্রাইক রেট সেরা বোলিং
বিগ ব্যাশ  ৫০ ৭২ ৬.৪৬ ১৬.১ ৪/২২
আইপিএল ৭৬ ৯৩ ৬.৩৩ ১৯.৪ ৩/৭
সিপিএল ২২ ২৫ ৬.২৭ ১৯.৯ ৩/১৫
পিএসএল ১১ ৫.৪৬ ১৭.৪ ৫/২০