আইপিএলে লিগ ম্যাচ শেষে অরেঞ্জ-পার্পল ক্যাপ কার মাথায় দেখে নিন

Devdutt Padikkal. (Photo Source: IPL/BCCI)

আইপিএল ২০২১-এর লিগ ম্যাচ শেষ। প্লে অফে উঠে গিয়েছে ৪টি দল। প্রথম দল হিসেবে প্লে অফে উঠেছে চেন্নাই সুপার কিংস, তারপর দিল্লি ক্যাপিটালস। তৃতীয় টিম হিসেবে প্লে অফে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর চতুর্থ টিম কোন দল হবে সেই লড়াইটা ছিলো দেখার মতো। চারটি টিমের কড়া টক্করে শেষ হাসি হেসেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আইপিএল ২০২১ লিগ ম্যাচ ব্যক্তিগত রেকর্ডগুলো এক নজরে দেখে নেওয়া যাক –

Advertisement
Advertisement

অরেঞ্জ ক্যাপ: ১৩ ম্যাচে সবথেকে বেশি ৬২৬ রান করেছেন লোকেশ রাহুল

পার্পল ক্যাপ: ১৪ ম্যাচে সবথেকে বেশি ৩০টি উইকেট নিয়েছেন হার্ষাল প্যাটেল

সেরা বোলিং: আন্দ্রে রাসেল ১৫ রানে ৫ উইকেট নিয়েছেন

সবথেকে বেশি ডট-বল: ১৪৫টি ডট-বল করেছেন মহম্মদ শামি

হ্যাটট্রিক: একমাত্র হ্যাটট্রিক করেন হার্ষাল প্যাটেল

সবথেকে জোরে বল: উমরান মালিক ১৫২.৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করেন

সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: এক ইনিংসে সবথেকে বেশি ১২৪ রান করেছেন জস বাটলার

সবথেকে বেশি ছয়: ৩০টি ছক্কা হাঁকিয়েছেন লোকেশ রাহুল

সবথেকে বেশি চার: ৬১টি চার মেরেছেন শিখর ধাওয়ান

সেঞ্চুরি: ১টি করে সেঞ্চুরি করেছেন দেবদূত পাডিক্কাল, সঞ্জু স্যামসন, জোস বাটলার ও রুতুরাজ গায়কোয়াড়।

দ্রুততম সেঞ্চুরি : সবথেকে কম ৫১ বলে সেঞ্চুরি করেন দেবদূত পাডিক্কাল

সবথেকে বেশি হাফ-সেঞ্চুরি: ৬টি করে হাফ-সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল এবং গ্লেন ম্যাক্সওয়েল

দ্রুততম হাফ-সেঞ্চুরি: সবথেকে কম ১৬ বলে হাফ-সেঞ্চুরি করেছেন ইশান কিষাণ

সবথেকে বড় ছক্কা: সবথেকে বড় ১০৮ মিটারের ছক্কা মেরেছেন রুতুরাজ গায়কোয়াড়

রবিবার থেকে শুরু হচ্ছে প্লে অফের ম্যাচ। প্রথমে ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। পরের ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে কলকাতা নাইট রাইার্সের।