দীনেশ চন্ডীমলের দ্বিশতরান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩০ বছর পর টেস্টে ৫০০ রান শ্রীলঙ্কার

Dinesh-Chandimal
Dinesh-Chandimal. ( Photo Source: Twitter )

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে নতুন ইতিহাস তৈরি করল শ্রীলঙ্কা। ৩০ বছর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার টেস্ট ক্রিকেটে ৫০০ রান করার রেকর্ড গড়ল শ্রীলঙ্কা শিবির। ১৯৯২ সালে শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫০০ রামনের বেশী করতে পেরেছিল শ্রীলঙ্কা শিবির। ৩০ বছর পর ঘরের মাঠে দ্বীমুথ করুণারত্নের দল ফের সেই রেকর্ড তৈরি করতে পারল। যদিও তার সমস্ত কৃতিত্বই দীনেশ চন্ডীমলের দুর্ধর্ষ দ্বিশতরানের সৌজন্যেই। অস্ট্রেলিয়াকে হারানোই এখন একমাত্র পাখির চোখ শ্রীলঙ্কার।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্টে ১০ উইকেটে হারতে হয়েছে শ্রীলঙ্কাকে। একদিনের সিরিজেও পিছিয়ে থেকে ঘুরে দাঁড়িয়েছিল তারা। এবার টেস্টেও যেন তারই পূণরাবৃত্তি করতে চাইছে শ্রীলঙ্কা। সেই মতোই অজিদের বিরুদ্ধে লড়াইটাও শুরু করেছে শ্রীলঙ্কা। দীনেশ চন্ডামলের দুর্ধর্ষ দ্বিশতরানেই যেন শ্রীলঙ্কার সামনে এখন জয়ের স্বপ্ন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৯২ সালের পর প্রথমবার টেস্টের মঞ্চে ৫০০ রানের বেশী করল অস্ট্রেলিয়া। আর তাতেই গল স্টেডিয়ামে নচুন ইতিহাস তৈরি শ্রীলঙ্কার।

১৯৯২ সালে প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫০০ রান করতে পেরেছিল শ্রীলঙ্কা

প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া করেছিল ৩৬৪ রান। সেই রানের জবাবে ব্যাটিং করতে নেমে কুশল মেন্ডিস ও করুণারত্নে শুরুটা বেশ ভালভাবেই করে দিয়েছিলেন। শতরান পেতে ব্যর্থ হলেও, লড়াই করার জায়গাটা প্রস্তুত করে দিয়ে এসেছিলেন তারা। তাদের সাজঘরে ফেরার পর থেকেই শ্রীলঙ্কার হাল ধরেন দীনেশ চন্ডীমল। আর তাতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রানের পথে হাঁটা শুরু শ্রীলঙ্কার। তৃতীয় দিনই সেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সেদিন শতরান করেই ক্রিজে অপরাজিত ছিলেন চন্ডীমল।

চতুর্থ দিনের শুরুতেই শ্রীলঙ্কা শিবিরে করোনার হানা। যদিও তা চন্ডীমলের খেলায় কোনও প্রভাব ফেলতে পারেননি। একা হাতেই এদিন শ্রীলঙ্কার রান এগিয়ে নিয়ে যান তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিশতরানের দুর্ধর্ষ ইনিংস েলেন দীনেশ চন্ডীমল। মাঝে অবশ্য অর্ধশতরানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। আর সেইসঙ্গেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয়বার টেস্টে ৫০০ রান করে শ্রীলঙ্কা।

১৯৯২ সালে অর্জুন রণতুঙ্গার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫০০ রানের ইনিংস খেলেছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে অর্জুন রণতুঙ্গা করেছিলেন ১২৭ রান। কালুইতরানা খেলেছিলেন ১৩২ রানের ইনিংস এবং গুরুসিংহে খেলেছিলেন ১৩৭ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৪৭ রান করে ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। যদিও সেই ম্যাচ তারা জিততে পারেনি। ১৭ রানে অ্যালান বর্ডারের অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল শ্রীলঙ্কা।

ফের একবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫০০ রানের গন্ডী টপকেছে তারা। এবার শ্রীলঙ্কা জিততে পারে কিনা সেটাই এখন দেখার।