বিশাল হারের ধাক্কা কাটাতে পারেনি, কোচ, অধিনায়ক, ম্যানেজারের কাছ রিপোর্ট চায়ছে শ্রীলঙ্কা বোর্ড

৩১৭ রানের ব্যবধানে তৃতীয় ওডিআইতে হেরেছিল শ্রীলঙ্কা

Sri Lanka team
Sri Lanka team. (Image Source: BCCI)

তিরুবনন্তপুরমে রবিবার তৃতীয় ওডিআইতে ভারতের কাছে অপমানজনক ৩১৭ রানের পরাজয়ের পরে শ্রীলঙ্কা ক্রিকেট একটি কড়া পদক্ষেপ নিয়েছে। ভারত প্রথমে ব্যাটিং করে ৩৯০ রান করার পরে শ্রীলঙ্কা রান তাড়া করতে নেমে ৭৩ রানে অল আউট হয়ে যায়।

পুরুষদের ওডিআই ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ডের পরে দেশের ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা ক্রিকেট এই বিষয় নিয়ে দলের কাছে একটি রিপোর্ট দাবি করেছে। উল্লেখ্য, টি-২০ সিরিজে শ্রীলঙ্কা যথেষ্ট লড়াই দেখিয়ে ১-২ ব্যবধানে হারলেও ওডিআই ফর্ম্যাটে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে।

“শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জাতীয় দলের ম্যানেজারকে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার বড় পরাজয়ের বিষয়ে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। রিপোর্টে হারের বিষয়ে অধিনায়ক, প্রধান কোচ, সিলেকশন প্যানেল এবং টিম ম্যানেজারের মতামত থাকা উচিত। এসএলসি টিম ম্যানেজারকে ৫ দিনের মধ্যে ‘রিপোর্ট’ জমা দেওয়ার জন্য অনুরোধ করেছে,” এসএলসি-র বিবৃতিতে জানানো হয়েছে।

কেন তৃতীয় ওডিআই ম্যাচে শ্রীলঙ্কা এমন লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছে তার পটভূমি বুঝতে চায়। টস জিতে ইতিমধ্যেই ২-০ তে সিরিজ জয় করে ভারত রবিবার দর্শকদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শুভমান গিল এবং বিরাট কোহলির সেঞ্চুরির সাহায্যে, বোলাররা দায়িত্ব নেওয়ার আগে ভারত তাদের ৫০ ওভারে মোট ৩৯০ রানে ত্বরান্বিত হয়েছিল।

পাওয়ারপ্লেতে মহম্মদ সিরাজের চার উইকেটের ফলে শ্রীলঙ্কার টপ অর্ডার শুরুতেই পঙ্গু হয়ে যায় এবং শেষ পর্যন্ত মাত্র ৭৩ রানে আউট হয়ে যায়।

ম্যাচের পর শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা বলেন, এটা হতাশাজনক। “আমরা যে খেলাটি চাইতাম তা নয় তবে এটি মাঝে মাঝে ঘটে। বোলার ও ব্যাটার উভয়কেই শিখতে হবে। কিভাবে এই পিচে উইকেট নিতে হয় এবং কিভাবে রান করতে হয়। ইতিবাচক ক্রিকেট খেলাটাই মুখ্য। ছেলেরা ইচ্ছা দেখালে বোলিংটা অন্যরকম হবে। আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় আমাদের উদ্দেশ্য নিয়ে খেলতে হবে। এই স্তরের ক্রিকেট খেলার জন্য আমি ভারতীয় দলকে অভিনন্দন জানাতে চাই।”