ভারত কি বিশ্বকাপ জিততে পারে? ব্যাখ্যা দিলেন সৌরভ

Sourav Ganguly. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

২৪ অক্টোবর অর্থাৎ আগামিকাল পাকিস্তান ম্যাচ দিয়ে টি ২০ বিশ্বকাপের যাত্রা শুরু ভারতের। আর এই হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চরমে উঠেছে। সেই বাকযুদ্ধও শুরু হয়েছে তুমুল। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম তো বিরাট কোহলিদের রীতিমতো হুঙ্কার দিয়ে বলেছেন, আমরাই জিতব। বিরাটদের হারাবই।

Advertisement
Advertisement

তবে তুল্যমূল্য বিচারে এবং পরিসংখ্যানের দিকে তাকালে মোটেই এই কথাগুলো শোভা পায় না পাকিস্তানেক। তবে সে যাই হোক মাঠে যে দল সেরা পারফরম্যান্স তুলে ধরতে পারবে সেই দলই চ্যাম্পিয়ন হবে। কিন্তু বারতের কি টি ২০ বিশ্বকাপ ২০২১-এ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে ? যদি থাকে তাহলে কতটা আছে ? এবার এই প্রশ্নেরই উত্তর দিলেন স্বয়ম বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

একটি চ্যানেলে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘ভারত শক্তিশালী টিম। আমাদের বহু প্রতিভাও রয়েছে। তাই আমরা সব সময় চ্যাম্পিয়ন হওয়ার দাবীদার থাকব। এটা ঠিক, আমরা সব সময়ে জিততে পারব না। তবে এ বার আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে জিতেছিলাম।’

২০১৯ সালে ৫০ ওভারের বিশ্বকাপেও নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে ছিটকে গিয়েছিল ভারত। সেই প্রসঙ্গে টেনে সৌরভ দাবি করেছেন, ‘২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিলাম আমরা। তাই বড় ম্যাচে জিততে হবে। আমরা সবাই আশাবাদী। কিন্তু নিশ্চিত করে কিছু বলা যাবে না। বিশেষ করে টি-টোয়েন্টির মতো ফরম্যাটে। কিন্তু আমি যেমন বলেছি, চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতই অন্যতম দাবীদার।’ তবে ভারত প্রথম বিশ্বকাপ জিতেছিল ২০০৭ সালে। তারপর ২০১৪ সালে রানার্স আপ হয়েছিল এবং ২০১৬ সালে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয়েছিল। ২০২১ সালে ভারত আবার চ্যাম্পিয়ন হবে সেই আশায় বুধ বাঁধছে দেশবাসী।